জীবননগর অফিস:-
চুয়াডাঙ্গার জীবননগর উপজেলার সেনেরহুদায় ঈদকে ঘিরে আঁতশবাজি কালে ঘটনাস্থল দিয়ে যাওয়ার সময় আঁতশবাজি করেছে সন্দেহে দু’কিশোরকে পিটিয়ে রক্তাক্ত জখম করার অভিযোগ উঠেছে। ঘটনাটি শুক্রবার রাত ৯ টার দিকে সংঘটিত হয়েছে। এ ঘটনায় থানায় লিখিত অভিযোগ করা হয়েছে।
প্রবাসী রফিকুল ইসলামের স্ত্রী শাহিদা খাতুন বলেন,আমার ছেলে অনিক ইসলাম(১৫) শুক্রবার রাত ৯ টার দিকে তার তিন বন্ধুসহ উথলী বাজারে সেলুনের দোকানের চুল কাটানোর জন্য বাড়ী থেকে রওনা হয়। এই সময় সেনেরহুদা বড় মসজিদপাড়ার ইমারত আলীর বাড়ী সংলগ্ন রাস্তায় কে বা কারা আঁতশবাজি করে। সেই ঘটনায় তারা আমার ছেলেকে সন্দেহ করে আসিফ আমার ছেলের মাথায় রেল লাইনের পাথর ছুড়ে মারাত্মক রক্তাক্ত জখম করে। এ সময় ছেলের বন্ধু আসিফকেও তারা মারধর করে। ছেলেকে মারত্মক রক্তাক্ত অবস্থায় উদ্ধার করে হাসপাতালে চিকিৎসার ব্যবস্থা করি। ডাক্তার ছেলের মাথায় পাঁচটি সেলাই প্রদান করেন।
জীবননগর থানার অফিসার ইনচার্জ নাসির উদ্দিন মৃধা বলেন,ঘটনার ব্যাপারে একটি লিখিত অভিযোগ পাওয়া গেছে। বিষয়টি তদন্ত করে আইনি ব্যবস্থা গ্রহন করা হবে।