অবশেষে শপথ নিলেন জীবননগর উথলী ইউনিয়ন পরিষদের নবনির্বাচিত চেয়ারম্যান আব্দুল হান্নান

জীবননগর অফিস:-

চুয়াডাঙ্গার জীবননগর উপজেলার উথলী ইউনিয়ন পরিষদের নবনির্বাচিত চেয়ারম্যান আব্দুল হান্নান মঙ্গলবার সকালে চুয়াডাঙ্গা জেলা প্রশাসকের কার্যালয়ে এই শপথ গ্রহণ করেন। তাকে শপথ বাক্য পাঠ করান চুয়াডাঙ্গা জেলা প্রশাসক মোহাম্মদ আমিনুল ইসলাম খাঁন।

জীবননগর উপজেলার ৬ টি ইউনিয়ন পরিষদের নির্বাচন গত ১৬ মার্চ অনুষ্ঠিত হয়। অনুষ্ঠিত এ নির্বাচনে উথলী ইউনিয়ন পরিষদ নির্বাচনে বাংলাদেশ আওয়ামী লীগের মনোনীত প্রার্থী হিসাবে নৌকা প্রতীক নিয়ে চেয়ারম্যান নির্বাচিত হয়েছিলেন আব্দুল হান্নান। উল্লেখ্য যে,জীবননগর উপজেলার ৬ টি ইউনিয়নে নবনির্বাচিত চেয়ারম্যানগণের মধ্যে ৫ জন চেয়ারম্যান গত ১৮ এপ্রিল চুয়াডাঙ্গা জেলা প্রশাসকের নিকট শপথ গ্রহণ করেন এবং ইউপি সদস্যরা জীবননগর উপজেলা প্রশাসনের নিকট শপথ গ্রহণ করেন। উথলী ইউনিয়ন পরিষদের নবনির্বাচিত চেয়ারম্যান আব্দুল হান্নানের সহধর্মিণী অসুস্থ থাকায় তিনি ভারতে অবস্থান করার কারনে উক্ত সময় শপথ গ্রহণ করতে পারেননি। পরবর্তীতে তিনি জেলা প্রশাসকের নিকট সময়ের আবেদন করলে তাকে মঙ্গলবার  শপথ গ্রহণ করেন । তিনি শপথ গ্রহন শেষে তার প্রতিক্রিয়ায় বলেন,প্রধানমন্ত্রী শেখ হাসিনার ঘোষনা অনুযায়ী স্মার্ট বাংলাদেশ গড়তে তিনি নিরলস ভাবে কাজ করে যাচ্ছেন। প্রধানমন্ত্রীর ঘোষনা অনুযায়ী আমি স্মার্ট উথলী ইউনিয়ন গড়তে সকলের দোয়া ও সহযোগিতা কামনা করেছি।

 

 

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *