জীবননগর মনোহরপুর ইউপি নির্বাচনে সমভোট পাওয়া ওয়ার্ডে পুণ:নির্বাচনে বিজয়ী হলেন আবদুর রশিদ

জীবননগর অফিস:-

চুয়াডাঙ্গার জীবননগর উপজেলার মনোহরপুর ইউনিয়ন পরিষদের ১ নম্বর ওয়ার্ডে সদস্য পদে নির্বাচনে প্রতিদ্বন্দ্বীতাকারী দুই প্রার্থী সমভোট পাওয়ায় বৃহস্পতিবার পুনরায় ভোট অনুষ্ঠিত হয়েছে। অনুষ্ঠিত নির্বাচনে তালা প্রতীক নিয়ে আবদুর রশিদ ৭৮২ ভোট পেয়ে বিজয়ী হয়েছেন। তার নিকটতম প্রতিদ্বন্দ্বী প্রার্থী বাবলুর রহমান ফুটবল প্রতীক নিয়ে পেয়েছেন ৫৫৭ ভোট।

চলতি বছরের ১৬ মার্চ জীবননগর উপজেলার মনোহরপুরসহ ৬ ইউনিয়ন পরিষদে ভোটগ্রহণ অনুষ্ঠিত হয়। নির্বাচনে মনোহরপুর ইউনিয়ন পরিষদের ১ নম্বর ওয়ার্ডে সদস্য পদে প্রতিদ্বন্দ্বী দুই প্রার্থী বাবলুর রহমান ও  আবদুর রশিদ সমান ৫৬১টি করে ভোট পান।

সমভোট পাওয়ায় বৃহস্পতিবার সকাল ৮টা থেকে মনোহরপুর মাধ্যমিক বিদ্যালয়ে ভোটগ্রহণ শুরু হয়ে চলে ৪টা পর্যন্ত। এ ওয়ার্ডে নারী-পুরুষ মিলে ভোটার ছিল ১ হাজার ৮৩৩ জন। গতকাল ভোট দেন ১ হাজার ৩৩৯ জন।  ৫টি বুথে ভোটগ্রহ অনুষ্ঠিত হয়।

প্রিজাইডিং অফিসার নুর আলম বলেন, মনোহরপুর ইউনিয়ন পরিষদ নির্বাচনে ১ নম্বর ওয়ার্ডে দুই প্রার্থীর ভোট  সমান সংখ্যক হওয়ায় ফলাফল শূন্য ঘোষণা করা হয়। এ জন্য বৃহস্পতিবার পুণ:নির্বাচন অনুষ্ঠিত হয়। নির্বাচনে তালা প্রতীক নিয়ে আবদুর রশিদ ৭৮২ ভোট পেয়ে বেসরকারি ভাবে বিজয়ী হয়েছেন।

 

 

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *