জীবননগর (চুয়াডাঙ্গা) প্রতিনিধিঃ
চুয়াডাঙ্গার জীবননগর উপজেলার সীমান্তে পৃথক দুটি স্থানে অভিযান চালিয়ে বিপুল পরিমানে মদ ও ফেনসিডিল আটক করেছেন। তবে এ সব ঘটনার সাথে জড়িত কাউকে গ্রেফতার করা সম্ভব হয়নি। এসব ঘটনায় থানায় পৃর্থক সাধারন ডাইরী করা হয়েছে। শনিবার উপজেলার গয়েশপুর ও হরিহরনগর সীমান্তের মাঠ থেকে এসব উদ্ধার করা হয়েছে।
রোববার দুপুরে সংবাদ বিজ্ঞপ্তিতে ৫৮ বিজিবি সহকারী পরিচালক সাইফুল ইসলাম জানান, শনিবার রাত ৮টায় মহেশপুর ব্যাটালিয়ন ৫৮ বিজিবির অধিনস্থ মেদিনীপুর বিওপির টহল দল নিজস্ব গোয়েন্দা তথ্যের ভিত্তিতে সীমান্তের শূন্য লাইন থেকে আনুমানিক ২০০ গজ বাংলাদেশের অভ্যন্তরে হরিহরনগর গ্রামের একটি আম বাগানের মধ্যে মাদক বিরোধী অভিযান পরিচালনা করে মালিকবিহীন অবস্থায় ৩১৭ বোতল ভারতীয় মদ উদ্ধার করেন।
অন্যদিকে একই দিন রাত ১০টার দিকে গয়েশপুর বিওপির টহল দল নিজস্ব গোয়েন্দা সংবাদের ভিত্তিতে সীমান্তের শূন্য রেখা হতে আনুমানিক ১০০ গজ গয়েশপুর গ্রামের উত্তরপাড়া মাঠের মধ্যে মাদক বিরোধী অভিযান পরিচালনা করে পরিত্যক্ত অবস্থায় ১৪২ বোতল ভারতীয় ফেন্সিডিল উদ্ধার করেন। এসব ঘটনায় জড়িত কাউকে গ্রেফতার করা সম্ভব হয়নি।