জীবননগর কৃষ্ণপুর গ্রামবাসীর গণসংবর্ধনায় এমপি ছেলুন কৃষি জমিতে কোন ভাবেই কোন শিল্প স্থাপনা করতে দেয়া হবে না

চুয়াডাঙ্গা জেলা আওয়ামী লীগের সভাপতি বীর মুক্তিযোদ্ধা ও চুয়াডাঙ্গা-১ আসনের সংসদ সদস্য সোলাইমান হক জোয়ার্দার ছেলুন বলেন,জীবননগর উপজেলার রায়পুর ইউনিয়নের কৃষ্ণপুর মাঠ একটি কৃষি সমৃদ্ধ এলাকা হিসাবে পরিচিত। যেখানে বছরে তিন থেকে চারটি ফসল উৎপাদন হয়। সেখানে ভুমিদুস্যুদের সৌর পাওয়ার প্লান্ট নির্মানের স্বপ্ন কোন ভাবে সফল হবে না। কৃষ্ণপুর গ্রামের সমস্ত কৃষককে ঐক্যবদ্ধ থাকতে হবে। ঐক্যবদ্ধ শক্তির কাছে সকল অপশক্তি নস্যাৎ হয়ে যাবে। আমি কৃষ্ণপুর গ্রামবাসীর সাথে ছিলাম,আছি এবং থাকব।

প্রধানমন্ত্রীর স্পষ্ট ঘোষণা কৃষি জমিতে কোন শিল্প স্থাপনা নির্মাণ করা যাবে না। সেখানে কৃষ্ণপুর একটি কৃষি সমৃদ্ধ মাঠে কি ভাবে সিঙ্গাপুর ভিত্তিক একটি বেসরকারি কোম্পানি সৌর পাওয়ার প্লান্ট নির্মান করবে? যারা পাওয়ার প্লান্ট নির্মাণে সহযোগিতা করছে,তারা মুলতঃ বেঈমান,বেয়াদব। তারা নিজেরা লাভবান হওয়ার জন্যই কোম্পানিকে কৃষি জমিতে পাওয়ার প্লান্ট নির্মানের ব্যাপারে নানা ভাবে সহযোগিতা দিয়ে যাচ্ছে।  কৃষি জমিতে কোন ভাবেই পাওয়ার প্লান্ট নির্মাণ করতে দেয়া হবে না। যারা নিজেদের স্বার্থসিদ্ধি করতে পাওয়ার প্লান্ট নির্মাণের ব্যাপারে বিদেশী কোম্পানিকে সহযোগিতা করছে,তাদেরকে একদিন কৃষ্ণপুর গ্রামের মানুষের কাছে আসতে হবে। সেদিন কি তাদের লজ্জা করবে না? সে দিন তো কৃষ্ণপুর গ্রামের মানুষ তাদেরকে উচিৎ জবাব দিবে। মনে রাখবেন অত্যাচারি বেশীদিন টিকে থাকে না।

কৃষ্ণপুর গ্রামবাসি কৃতজ্ঞতা স্বরুপ রোববার সকালে কৃষ্ণপুর সরকারী প্রাথমিক বিদ্যালয় মাঠে আনুষ্ঠানিক ভাবে চুয়াডাঙ্গা-১ অসনের সংসদ সদস্য সোলাইমান হক জোয়াদ্দার ছেলুনকে সংবর্ধনা প্রদান করা হয়। সংবর্ধনা অনুষ্ঠানে গ্রামের বিপুল সংখ্যক নারী-পুরুষ এবং শিশু -কিশোর উপস্থিত ছিলেন। সংবর্ধনা অনুষ্ঠানে জেলা আওয়ামী লীগের সাধারন সম্পাদক আব্দুল হান্নান আলমগীর, জীবননগর পৌর আওয়ামী লীগ সভাপতি মুন্সী নাসির উদ্দিন, জেলা আওয়ামী লীগের সাবেক সদস্য আব্দুর রাজ্জাক শাহ,রায়পুর ইউনিয়ন আওয়ামী লীগ সাধারণ সম্পাদক সাইদুর রহমান, আন্দুলবাড়ীয়া ইউনিয়ন আওয়ামী লীগ নেতা মীর মকলেছুর রহমান টজো,জেলা পরিষদের সাবেক সদস্য শফিকুল আলম নান্নু,কেন্দ্রীয় যুবলীগ নেতা জাহাঙ্গীর আলম,জগন্নাথ বিশ্ববিদ্যালয় ছাত্রলীগের সাবেক নেতা কৃষ্ণপুর ভূমি রক্ষা কমিটির অন্যতম নেতা সাজ্জাদ হোসেন। সংবর্ধনা অনুষ্ঠানে সভাপতিত্ব করেন প্রবীণ আওয়ামী লীগ নেতা এবং কৃষ্ণপুর গ্রামের সর্বজন শ্রদ্ধেয় ব্যক্তি ইসলাম বিশ্বাস।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *