জীবননগর অফিস:-
চুয়াডাঙ্গার জীবননগর উপজেলার আন্দুলবাড়ীয়া হারদাপাড়ায় র্যাব সদস্যরা অভিযান পরিচালনা করে ফেনসিডিলসহ মাদক কারবারি শাহিন হাসানকে(২২) গ্রেফতার করেন। ঘটনাটি মঙ্গলবার দুপুর দেড়টার দিকে হারদাপাড়া থেকে গ্রেফতার করা হয়। এ ঘটনায় জীবননগর থানায় একটি মামলা করা হয়েছে।
ঝিনাইদহ র্যাব-৬ ক্যাম্প সুত্র জানায়,র্যাব ক্যাম্পের একটি চৌকস টিম মঙ্গলবার জীবননগর আন্দুলবাড়ীয়া এলাকায় অভিযান পরিচালনা করছিলেন। এ সময় তারা গোপন সংবাদের ভিত্তিতে জানতে পারেন কয়েকজন ব্যক্তি ফেনসিডিল ক্রয়-বিক্রয়ের জন্য আন্দুলবাড়ীয়া হারদাপাড়া এলাকায় অবস্থান করছে। র্যাব সদস্যরা এ সংবাদের ভিত্তিতে দুপুর অনুমান দেড়টার দিকে হারদাপাড়া এলাকায় অভিযান শুরু করেন এবং শাহিন হাসানকে গ্রেফতার করেন। এ সময় তার নিকট থেকে আমদানি নিষিদ্ধ ৫৩ বোতল ফেনসিডিল উদ্ধার করা হয়। শাহিন হাসান উপজেলার হারদাপাড়ার সোনা মন্ডলের ছেলে। এ ঘটনায় জীবননগর থানায় মাদক আইনে একটি মামলা হয়েছে।