জীবননগর অফিস:-
চুয়াডাঙ্গার জীবননগর উপজেলার গয়েশপুর বিজিবি ক্যাম্পের সদস্যরা মঙ্গলবার দুপুরের দিকে মাদক বিরোধী অভিযান চালিয়ে গয়েশপুর উত্তরপাড়া মাঠ থেকে ১৪২ বোতল ফেনসিডিল ও ৩ কেজি গাঁজা আটক করেন। তবে এ ঘটনার সাথে জড়িত কাউকে গ্রেফতার করা সম্ভব হয়নি।
মহেশপুর ৫৮ ব্যাটালিয়নের অধিনস্থ জীবননগর উপজেলার গয়েশপুর বিজিবি ক্যাম্পের সদস্যরা মঙ্গলাবার দুপুর দেড়টার দিকে সীমান্তের শুন্য রেখা হতে ৫০ গজ দুরে মাদক বিরোধী অভিযান পরিচালনা করেন। এ সময় তারা নিজস্ব গোয়েন্দা তথ্যের ভিত্তিতে গয়েশপুর উত্তরপাড়া মাঠের মধ্য থেকে পরিত্যক্ত অবস্থায় ১৪২ বোতল ফেনসিডিল ও ৩ কেজি গাঁজা পরিত্যক্ত অবস্থায় উদ্ধার করেন। তবে এ ঘটনার সাথে জড়িত কাউকে গ্রেফতার কিংবা সনাক্ত করা সম্ভব হয়নি।