বিশেষ প্রতিনিধি:-
চুয়াডাঙ্গার পুলিশ আব্দুল্লাহ্ আল-মামুনের সার্বিক দিক নির্দেশনায়, দামুড়হুদা সার্কেলের সিনিয়র এএসপি জাকিয়া সুলতানার তত্ত্বাবধানে জেলা গোয়েন্দার শাখার অফিসার ইনচার্জ আবদুল আলীমের নেতৃত্বে সাব-ইন্সপেক্টর আতিকুর রহমান, এএসআই বিজন কুমার ভট্টাচার্য, এএসআই আবেদুর রহমান সঙ্গীয় ফোর্সসহ শনিবার সকাল সা ১১ টার দিকে বিশেষ অভিযান পরিচালনা কালে দর্শনা থানাধীন হুলিয়ামারী গ্রামস্থ জনৈক হান্নান মন্ডলের বসতবাড়ীর সামনে দর্শনা-সরোজগঞ্জগামী পাকা রাস্তার উপর চেকপোস্ট করা কালে দ্রুত গতিতে ছুটে আসা সন্দেহজনক মোটরসাইকেল চালক ও আরোহীকে থামার সংকেত দিলে তারা কৌশলে পালানোর চেষ্টা করে। এ সময় সরোয়ার উদ্দীন(২৮) এবং ওমর ফারুকদের(৩২) গ্রেফতার করেন।
তাদের জিজ্ঞাসাবাদের এক পর্যায়ে তাদের বহনকৃত মোটর সাইকেলের ট্যাংকির ভিতরে বিশেষ কৌশলে রাখা রুপার গহনারর কথা স্বীকার করে। তাদের স্বীকারোক্তিতে পাচার অভিমুখি রুপার গহনা নুপুর, নুপুরের লক, বাচ্চাদের হাতের বালা, হাতের ব্রেসলেট, পায়েল, আংটিসহ সর্বমোট ১০ কেজি ৯৬৫ গ্রাম বিভিন্ন ধরণের রুপার গহনা, যার মূল্য অনুমান-১২ লাখ ২২ হাজার টাকা উদ্ধার করেন। গ্রেফতারকৃত সানোর উদ্দিন দর্শনা থানার রামনগর গ্রামের নাসির উদ্দিনের ছেলে এবং ওমর ফারুক সুলতানপুর গ্রামের মৃত আব্দুল বারী মন্ডলের ছেলে। এ ঘটনায় দর্শনা থানায় একটি মামলা হয়েছে।