বিশেষ প্রতিনিধি:-
চুয়াডাঙ্গা জেলা পুলিশের আয়োজনে পুলিশ লাইন্স ড্রিলশেডে পবিত্র ঈদুল ফিতর পরবর্তী ঈদ পুনর্মিলনী, সাংস্কৃতিক অনুষ্ঠান ও নৈশভোজ শনিবার সন্ধ্যায় অনুষ্ঠিত হয়েছে। অনুষ্ঠানে স্থানীয় শিল্পীদের অংশগ্রহণে জমকালে পরিবেশে নৃত্য, গান, বাঁশির সুর সমস্ত পরিবেশকে প্রাণবন্ত করে তোলে। সাংস্কৃতিক অনুষ্ঠান শেষে সম্মানিত অতিথিগণ নৈশ ভোজে অংশগ্রহণ করেন। পুলিশের আয়োজনে এমন মনমুগ্ধকর অনুষ্ঠানের আয়োজন হওয়ায় উপস্থিত সকলের মধ্যে উৎসব মুখর পরিবেশ বিরাজ করতে দেখা যায়।
অনুষ্ঠানে জেলা প্রশাসক আমিনুল ইসলাম খান,চুয়াডাঙ্গা পুলিশ সুপার আব্দুল্লাহ্ আল-মামুন, জেলা ও দায়রা জজ জিয়া হায়দার,চুয়াডাঙ্গা-৬ বিজিবি’র অধিনায়ক লে.কর্ণেল জাহিদুর রহমান,চুয়াডাঙ্গা সরকারি কলেজের সহযোগী অধ্যাপক মুন্সি আবু সাঈদ; অতিরিক্ত পুলিশ সুপার(প্রশাসন ও অর্থ)আবু তারেক,অতিরিক্ত পুলিশ সুপার(সদর সার্কেল) আনিসুজ্জামান,সহকারী পুলিশ সুপার(দামুড়হুদা সার্কেল) জাকিয়া সুলতানা,সহকারী পুলিশ সুপার(শিক্ষানবিশ) এইচ.এম গোলাম রাব্বিসহ জেলা পুলিশের সকল দপ্তরের কর্মকর্তাগন এবং তাদের পরিবারের সদস্যরা উপস্থিত ছিলেন।