চুয়াডাঙ্গায় দিনমজুরের ঘরে জন্ম নেয়া চার জমজ কন্যার নাম রেখে ও মানবিক সহায়তা দিয়ে প্রশংসিত হলেন ডিসি

বিশেষ প্রতিনিধি:-

চুয়াডাঙ্গায় দিনমজুরের ঘরে এক সাথে জন্ম হওয়া চার জমজ কন্যা সন্তানকে দেখতে বুভার দুপুরের দিকে হাসপাতালে যান জেলার মানবিক জেলা প্রশাসক আমিনুল ইসলাম খান। তিনি জমজ সন্তানের অভিভাবকের হাতে মিষ্টিসহ বিভিন্ন উপহার সামগ্রী তুলে দেন। একজন জেলা প্রশাসকের এমন মহানুভবতায় চার জমজ কন্যা সন্তানের পরিবারের পাশাপাশি এলাকায় প্রশংসিত হয়েছেন জেলা প্রশাসক আমিনুল ইসলাম খান।

জেলা প্রশাসক আমিনুল ইসলাম খান চার জমজ সন্তান জন্মদানকারী মা কল্পনা খাতুনকে ফুলেল শুভেচ্ছা জানান। তিনি এসময় আর্থিক সহযোগিতা প্রদান করেন। উপস্থিত সকলের অনুরোধে জেলা প্রশাসক চার জমজ কন্যার নাম নাম পর্যায়ক্রমে দোয়েল, কোয়েল, ময়না ও টিয়া রাখেন।

চুয়াডাঙ্গা শহরের আখিতারা নামের একটি বেসরকারী হাসপাতালে মঙ্গলবার সন্ধ্যা ৬ টার দিকে কল্পনা খাতুন(২৭)  নামের এক প্রসূতি এক সাথে চার কন্যা সন্তানের জন্ম দেন। সেখানে তার প্রচুর রক্তক্ষরণের কারণে তাকে সদর হাসপাতালে ভর্তি করা হয়। এমন পরিস্থিতিতে চিন্তায় পড়েন দিনমজুর পিতা।

এ খবর দেশের বিভিন্ন সামাজিক যোগাযোগ মাধ্যম ও অনলাইন মিডিয়ায় ব্যাপক ভাবে প্রচার হয়। বিষয়টি জেলার মানবিক জেলা প্রশাসকসহ বিভিন্ন মহলের দৃষ্টি গোচর হয়।

জেলা প্রশাসক আমিনুল ইসলাম খান সাংবাদিকদেরকে বলেন, গণমাধ্যমে চার জমজ সন্তান জন্ম হবার খবর জানতে পারি এবং আমি মিষ্টি ও বিভিন্ন সামগ্রী নিয়ে বুধবার দুপুরের দিকে হাসপাতালে দেখতে যাই। এ সময় তাদের নগদ ১০ হাজার টাকা সহযোগিতা করা হয়েছে। পরিবার থেকে আমাকে নাম দেয়ার জন্য অনুরোধ করা হলে আমি তাদের নাম পর্যায়ক্রমে, দোয়েল, কোয়েল, ময়না ও টিয়া রাখি। হাসপাতাল কর্তৃপক্ষকে বিনামূল্যে চিকিৎসা সেবা দেয়ার নির্দেশ দেয়া হয়েছে।

তিনি আরও বলেন, তাদের বাবা পেশায় একজন রাজমিস্ত্রী। তারা পারিবারিক ভাবেই হতদরিদ্র। আমার সাধ্যানুযায়ী তাদেরকে সহযোগিতা দেয়ার চেষ্টা করব। সোনালী ব্যাংক কোর্ট বিল্ডিং শাখায় তাদের বাবার নামে একটি অ্যাকাউন্ট করে দেয়া হবে। সমাজের প্রভাবশালী ও সামর্থ্যবানেরা যাতে সহযোগিতা করতে পারেন। পরিবারটি পাশে দাঁড়ানোর জন্য সকল বিত্তবানদের প্রতি আহবান জানাচ্ছি।

 

 

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *