জীবননগর অফিস:-
চুয়াডাঙ্গার জীবননগর থানা পুলিশের মাদক বিরোধী অভিযানে বুধবার রাতে উপজেলার কাশিপুর-দেহাটি সড়কে ৫ কেজি গাঁজাসহ দু’মাদক ব্যবসায়ীকে গ্রেফতার করেছেন। এ ঘটনায় জীবননগর থানায় জীবননগর থানায় মাদক আইনে একটি মামলা হয়েছে।
জীবননগর অফিসার ইনচার্জ নাসির উদ্দিন মৃধা বলেন,পুলিশ সুপার আব্দুল্লাহ আল মামুনের নির্দেশে এবং সহকারী পুলিশ সুপার জাকিয়া সুলতানার তত্ত্বাবধানে জীবননগর উপজেলাকে মাদক মুক্ত করতে নিবিড় ভাবে কাজ করে যাচ্ছি। আমাদের নিয়মিত কাজের অংশ হিসাবে জীবননগর থানার সাব-ইন্সপেক্টর মাহবুবুর রহমান,সাব-ইন্সপেক্টর মফিজুর রহমান চৌধুরী সঙ্গীয় অফিসার ফোর্সসহ বুবধাবার রাতে কেডিকে ইউনিয়ন এলাকায় মাদক বিরোধী অভিযান পরিচালনা করেন। তারা কাশিপুর-দেহাটি সড়কে অভিযান পরিচালনা কালে রাত সাড়ে ৯ টার দিকে গোপন সংবাদের ভিত্তিতে একটি মোটর সাইকেলে দু’যুবককে আটক করেন। তাদের নিকট থেকে ৫ কেজি গাঁজা উদ্ধার করেন। তারা মুলত: এলাকায় পেশাদার মাদক ব্যবসায়ী। গ্রেফতারকৃতরা হচ্ছে-ঝিনাইদহ মহেশপুর উপজেলার করিঞ্চা গ্রামের আব্দুস সামাদের ছেলে হামিদুর রহমান বাবু(২৮) ও জীবননগর পৌর শহরের আশতলাপাড়া/বসতিপাড়ার নুর ইসলাম মন্ডলের ছেলে সাজ্জাদ হোসেন(২৩)। তাদের বিরুদ্ধে জীবননগর থানায় মাদক আইনে একটি মামলা হয়েছে। গ্রেফতারকৃত মাদক ব্যবসায়ীদেরকে বৃহস্পতিবার সকালে চুয়াডাঙ্গা আদালতে সোপর্দ করা হয়েছে।