জীবননগর (চুয়াডাঙ্গা) প্রতিনিধি:-
চুয়াডাঙ্গার জীবননগরে গলায় ফাঁস দিয়ে সবুর হোসেন (৩১) নামের এক যুবক আত্নহত্যা করেছে। শনিবার সকালে উপজেলার সীমান্ত ইউনিয়নের যাদবপুর গ্রাম থেকে তাঁর মরদেহ উদ্ধার করা হয়। সবুর একি গ্রামের মাঝেরপাড়ার রেজাউল হকের ছেলে।
স্থানীয় বাসিন্দারা জানায়, গত শুক্রবার সন্ধ্যায় বাড়ি থেকে বের হন সবুর। রাতে তিনি আর বাড়ি ফিরে আসেননি। পরিবারে লোকজন স্বজন ও পরিচিতদের বাড়িসহ বিভিন্ন স্থানে খোঁজাখুঁজি করেও তাঁর সন্ধান পায়নি৷ গতকাল শনিবার সকালে স্থানীয় কৃষকেরা মাঠে গেলে গাছের ডালে সবুরের মরদেহ ঝুলতে দেখেন। পরে তাঁরা সবুরের পরিবারের সদস্যদের খবর দেন। এরপর তারা লাশ উদ্ধার করে বাড়িতে নিয়ে আসেন।
নিহতের বড় ভাই মতিয়ার রহমান বলেন,আমার ভাই সবুর হোসেন একজন মানষিক বিকারগ্রস্থ। তাকে দেশের নামীদামী ডাক্তারের নিকট নিয়ে চিকিৎসা করিয়েও সুস্থ্য করা যায়নি।
এ ব্যাপারে জীবননগর থানার অফিসার ইনচার্জ উদ্দিন মৃধা বলেন, বিষয়টি জানার পর ঘটনাস্থলে থানা-পুলিশের সদস্যরা পরিদর্শন করেছে। এ ঘটনায় থানায় একটি অপমৃত্যুর মামলা হয়েছে।