জীননগর(চুয়াডাঙ্গা) প্রতিনিধি:
বঙ্গবন্ধুর কন্যা মাননীয় প্রধানমন্ত্রী দেশরত্ন শেখ হাসিনাকে হত্যার হুমকির প্রতিবাদে সারা দেশের ন্যায় চুয়াডাঙ্গার জীবননগরে বিক্ষোভ মিছিল ও প্রতিবাদ সমাবেশ অনুষ্ঠিত হয়েছে। সোমবার বিকালে একটি বিক্ষোভ মিছিল বের করেন উপজেলা আওয়ামী লীগ।
দলীয় কার্যালয় থেকে মিছিলটি বের হয়ে শহরের প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ শেষে একই জায়গায় গিয়ে শেষ হয়। পরে টাইগার চত্বরে এক সংক্ষিপ্ত সমাবেশে বক্তব্য রাখেন জীবননগর উপজেলা আওয়ামী লীগের সভাপতি নজরুল ইসলাম, সাধারণ সম্পাদক আবু মো. আব্দুল লতিফ অমল,পৌর আওয়ামী লীগের সভাপতি মুন্সী নাসির উদ্দিন,সাধারণ সম্পাদক জাহাঙ্গীর আলম, পৌর মেয়র রফিকুল ইসলাম,উপজেলা ভাইস চেয়াম্যান আব্দুস সালাম ঈশা , মহিলা ভাইস চেয়ারম্যান আয়েসা সুলতানা লাকী প্রমূখ। এছাড়াও অনুষ্ঠানে উপজেলা আওয়ামী লীগ, যুবলীগ, ছাত্র লীগ ও অংগসঙ্গঠনের নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।