জীবননগর(চুয়াডাঙ্গা)প্রতিনিধি:-
চুয়াডাঙ্গার জীবননগর উপজেলা ছাত্রদল ও যুবদলের ৩ নেতাকর্মিকে নাশকতা মামলায় পুলিশ গ্রেফতার করে জেল হাজতে প্রেরন করেছেন। তাদেরকে সোমবার রাতে উপজেলার বিভিন্ন গ্রামে অভিযান চালিয়ে গ্রেফতার করা হয়। দু’দফায় বিএনপি-জামায়াতে ইসলামীর ৭ নেতাকর্মিকে গ্রেফতার করে জেল হাজতে প্রেরন করা হয়েছে।
গ্রেপ্তারকৃতরা হলেন,উপজেলার রায়পুর ইউনিয়ন ছাত্রদলের সভাপতি মো. আকিদুল ইসলাম ও সীমান্ত ইউনিয়ন যুবদলের যুগ্ম সাধারণ সম্পাদক কয়া গ্রামের মো. রুবেল ও নিশ্চিতপুর গ্রামের যুবদলের নেতা আব্দুল মান্নান (৫০)।
জীবননগর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি)নাসির উদ্দিন মৃধা বিষয়টি নিশ্চিত করে বলেন, বিশেষ ক্ষমতা ও বিস্ফোরক আইনের ২০২২ সালের একটি মামলায় ৩জনকে গ্রেপ্তার করা হয়। মঙ্গলবার তাঁদের আদালতে পাঠানো হয়েছে।