বিশেষ প্রতিনিধি:-
চুয়াডাঙ্গার দামুড়হুদা উপজেলার কার্পাসডাঙ্গায় মাধ্যমিক মাঠে জাতীয় কবি কাজী নজরুল ইসলামের ১২৪ তম জন্মবার্ষিকী উদযাপন উপলক্ষে আলোচনা সভা ও সাংস্কৃতিক সন্ধ্যা অনুষ্ঠিত হয়েছে।
চুয়াডাঙ্গা জেলা প্রশাসনের আয়োজনে বৃহস্পতিবার বিকালে সাংস্কৃতি বিষয়ক মন্ত্রণালয়ের পৃষ্ঠপোষকতায় ‘অগ্নিবীনার শতবর্ষ: বঙ্গবন্ধু চেতনা শানিত রূপ’ প্রতিপাদ্যকে সামনে অনুষ্ঠিত আলোচনা সভা ও সাংস্কৃতিক অনুষ্ঠানে প্রধান অতিথি হিসাবে উপস্থিত ছিলেন,চুযাডাঙ্গা জেলা প্রশাসক মোহাম্মদ আমিনুল ইসলাম খান,পুলিশ সুপার আব্দুল্লাহ্ আল-মামুন। এছাড়াও উপস্থিত ছিলেন,সাংস্কৃতি বিষয় মন্ত্রণালয়ের উপ-সচিব কাজী নুরুল ইসলাম,কৃষি সম্প্রসারণ বিভাগে সাবেক মহাপরিচালক হামিদুর রহমান, কার্পাসডাঙ্গা নজরুল স্মৃতি সংসদের সভাপতি অধ্যাপক এম এ গফুর, দামুড়হুদা উপজেলা নির্বাহী অফিসার রোকসানা মিতা, দামুড়হুদা মডেল থানার অফিসার ইনচার্জ সাইফুল ইসলামসহ সাংবাদিক, সামাজিক ও রাজনৈতিক ব্যক্তিত্ব এবং স্থানীয় জনসাধারণ। অনুষ্ঠানে সভাপতিত্ব করেন,অতিরিক্ত জেলা প্রশাসক(সার্বিক) নাজমুল হামিদ রেজা।