বিশেষ প্রতিনিধি:-
চুয়াডাঙ্গা শহরে বসবাসরত রয়েল টোব্যাকো কোম্পানি লিমিটেডের এক কর্মকর্তা রেইন কোর্টের ভিতরে লুকিয়ে থাকা বিষধর সাপের কামড়ে মারাত্মক ভাবে অসুস্থ্য হয়ে চুয়াডাঙ্গা হাসপাতালে ভর্তি হয়েছেন। ঘটনাটি বৃহস্পতিবার রাত ১১ টার দিকে সংঘটিত হয়েছে। তবে আহত মাহফুজ হোসেন বর্তমানে শঙ্কা মুক্ত আছেন।
জানা গেছে,রয়েল টোব্যাকো কোম্পানি লিমিটেড’র চুয়াডাঙ্গা টেরিটোরির টিএসও পদে চাকুরি করেন মাহফুজ হোসেন(৪০) নামের এক ব্যক্তি। তিনি চাকুরির সুবাদে চুয়াডাঙ্গা শহরেই ভাড়া বাড়ীতে বসবাস করেন। তিনি বৃহস্পতিবার রাত ১১ টার দিকে তার ব্যবহৃত রেইনে কোর্টটি ব্যবহারের জন্য বের করে। এ সময় একটি বিষধর সাপ রেইন কোর্টের ভিতর থেকে বের হয়ে তাকে দংশন করে। এ সময় তিনি সাপের দংশনে মারাত্মক ভাবে অসুস্থ্য হয়ে পড়েন। তাকে সহকর্মিরা দ্রুত উদ্ধার করে চুয়াডাঙ্গা সদর হাসপাতালে ভর্তি করেন। ঘটনার সময় তারা সাপটিকে ঘরের ভিতরে পেয়ে মেরে ফেলেন। সাপের কামড়ে আহত মাহফুজ হোসেন বর্তমানে সুস্থ্য এবং শঙ্কামুক্ত বলে তার সহকর্মিরা নিশ্চিত করেছেন।