জীবননগর অফিস:-
চুয়াডাঙ্গার জীবননগর পৌর শহরের রাজনগরে পানিতে ডুবে মাদ্রাসার করুন মৃত্যু হয়েছে। অন্যদিকে উপজেলার হাসাদহে ঘুমের বড়ি খেয়ে অপর এক শিশুর মৃত্যু হয়েছে। ঘটনাটি দু’টি শনিবারে সংঘটিত হয়েছে। পরিবার দু’টিতে শোকের মাতম চলছে।
নিহতের পারিবারিক সুত্রে জানা যায়,জীবননগর উপজেলার শহরের রাজনগরের হাফিজুল ইসলামের ছেলে সাদ হোসেন শহরের থানা মোড়ে অবস্থিত ইকরা মাদ্রাসার প্রথম শ্রেনীর ছাত্র। সাদ হোসেন শনিবার সকাল সাড়ে ৯ টার দিকে বাড়ীর পাশে ড্রাগন বাগানের জন্য প্রস্তুতকৃত জমির গর্তের পাশে বসে খেলা করছিল। এ সময় সে কাদা-মাটিতে পিছলে গর্তের পানিতে পড়ে ডুবে যায়। পরে তার লাশ পানিতে ভাসতে দেখে লোকজন পরিবারকে খবর দেয়। পরিবারের লোকজন শিশু সাদ হোসেনের লাশ উদ্ধার করেন।
অন্যদিকে উপজেলার হাসাদহ বাজারপাড়ার মনিরুল ইসলামের ছেলে আরজু হোসেন(২) তার দাদীর ঘুমের পড়ি বাড়ীর সকলের অজান্তে বৃহস্পতিবার বিকালের দিকে খেয়ে ফেলে। পরে মারাত্মক ঘুমে আচ্ছন্ন হয়ে পড়লে পরিবারের লোকজন তাকে উদ্ধার করে গ্রাম্য চিকিৎসকের নিকট নিয়ে সামান্য সুস্থ্য করেন। কিন্তু শিশু আরজু শনিবার হঠাৎ করে আবারও অসুস্থ্য হয়ে পড়লে পরিবারের লোকজন তাকে জীবননগর হাসপাতাল নিলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত্যু ঘোষনা করেন। নিহত পরিবার দু’টিতে শোকের মাতম চলছে। নিহতের বাবা-মা শোকে বাকরুদ্ধ হয়ে পড়েছেন।