জীবননগর ধোপাখালী নবীন-প্রবীণদের ক্রীড়া প্রতিযোগীতায় পুরস্কার বিতরন অনুষ্ঠানে ডিসি-মোহাম্মদ আমিনুল ইসলাম খান

জীবননগর অফিস:-

চুয়াডাঙ্গা জেলা প্রশাসক মোহাম্মদ আমিনুল ইসলাম বলেন,প্রবীণদের জ্ঞান আর নবীনদের শক্তি দু’টির সমন্বয় দেশের সার্বিক উন্নয়নে গুরুত্বরপুর্ণ ভুমিকা রাখতে পারে। আর সে জন্য প্রবীণ-নবীনকে সুস্থ্য থাকতে হবে। আর ‍সুস্থ্য থাকতে হলে খেলাধুলা করতে হবে। প্রবীণদেরকে অবহেলার চোখে দেখলে হবে না। তাদেরকে সন্মান ও মুল্যায়ন করতে হবে। তাহলে নবীনরাও প্রবীনদের নিকট থেকে অনেক ভাল কিছু আশা করতে পারে এবং প্রবীণরা তা দিতে পারে। আমাদের নবীনরা এখন মোবাইল আসক্ত হয়ে পড়েছে। আমাদের যুবসমাজ এখন আর আগের মত খেলাধুলা করতে পারে না। এক সময় চুয়াডাঙ্গা জেলায় খেলাধুলার ইতিহাস-ঐতিহ্য ছিল। সেই হারানো অবস্থা ফিরিয়ে আনতে প্রবীণদের অভিজ্ঞতা,জ্ঞান ও তাদের শিক্ষাকে আমাদের কাজে লাগাতে হবে। জেলা প্রশাসক আমিনুল ইসলাম খান শনিবার বিকালে জীবননগর উপজেলার মনোহরপুর ইউনিয়নের ধোপাখালী প্রবীণ কেন্দ্রের আয়োজনে নবীন-প্রবীনদের মধ্যে অনুষ্ঠিত ক্রীড়া প্রতিযোগীতা অনুষ্ঠানে পুরস্কার বিতরন কালে উপরোক্ত বক্তব্য প্রদান করেন। জেলা প্রশাসক মহোদয় মনোহরপুর প্রবীণ কেন্দ্রের অবকাঠামো উন্নয়নে এক লক্ষ টাকার আর্থিক অনুদান প্রদানের ঘোষনাসহ ধোপাখালী ফুটবল মাঠকে তিনি রাসেল মিনি স্টেডিয়াম করতে কার্যকর ভুমিকা রাখার আশ্বাস প্রদান করেন। অনুষ্ঠানে সভাপতিত্ব করেন মনোহরপুর প্রবীণ কেন্দ্রের সভাপতি বীর মুক্তিযোদ্ধা বদর উদ্দিন। অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসাবে বক্তব্য রাখেন,জীবননগর উপজেলা নির্বাহী অফিসার রোকনুজ্জামান,উপজেলা সহকারী কমিশনার(ভুমি) তিথি মিত্র,উপজেলা জাতীয় পার্টির সভাপতি মুজিবুর রহমান,উপজেলা লোকমোর্চার সভাপতি আবুল কালাম আজাদ,সাধারন সম্পাদক আব্দুল লতিফ অমল,মনোহরপুর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান সোহরাব হোসেন। অনুষ্ঠানে ইউনিয়ন পরিষদের সকল ওয়ার্ডের মেম্বার,লোকমোর্চা এবং সামাজিক প্রবীণ কেন্দ্রের নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।

 

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *