চুয়াডাঙ্গার দুটি থানা আকষ্মিক পরিদর্শনে পুলিশ সুপার, ভালো কাজের স্বীকৃতি স্বরূপ আর্থিক প্রণোদনা

তাহসানুর রহঃ শাহজামাল(চুয়াডাঙ্গা):-

চুয়াডাঙ্গার সীমান্ত ঘেঁষা দর্শনা ও জীবননগর থানা আকস্মিক পরিদর্শন করেন চুয়াডাঙ্গার সম্মানিত পুলিশ সুপার জনাব মোঃ আব্দুল্লাহ আল মামুন। এই পরিদর্শনে তিনি দুটি থানাকে আর্থিক প্রণোদনা তুলে দেন পুলিশ সদস্যদের মাঝে। একইভাবে তিনি গতকাল ২৮ শে মে- ২০২৩ চুয়াডাঙ্গার দামুরহুদা মডেল থানা কেও তিনি আকর্ষিক পরিদর্শন ও আর্থিক প্রণোদনা প্রদান করেন। সোমবার ২৯ শে মে ২০২৩, ১২ঃ৩০ মিনিট জীবননগর ও দর্শনা থানা ২টার সময় এই আকর্স্মিক পরিদর্শন করেন তিনি। এ সময় তিনি অফিসার ও ফোর্সের সাথে থানা অধিক্ষেত্রে আইন-শৃঙ্খলা স্থিতিশীল রাখা ও অপরাধ প্রবনতা নিয়ন্ত্রণে কৌশলগত দিক নিয়ে কথা বলেন। তিনি গুরুত্বপূর্ণ মামলার অগ্রগতি, অপমৃত্যু মামলা নিষ্পত্তি, ওয়ারেন্ট তামিল ও নন-এফআইআর প্রসিকিউশন দাখিলের দিকনির্দেশনা প্রদান করেন। পুলিশ হেডকোয়ার্টার্স নির্দেশিত জনবান্ধন পুলিশী কর্মকাণ্ডের প্রতিচ্ছবিস্বরূপ নিয়মিত কমিউনিটি পুলিশিং মতবিনিময় সভা, ওপেন হাউজ ডে সভা এবং বিট পুলিশিং সচেতনতামূলক সভা/উঠান বৈঠকের উপর গুরুত্বারোপ করেন।

এছাড়াও, তিনি জীবননগর থানার ০১/০১/২০০৫ খ্রি: হতে মে/২০২৩ খ্রি: পর্যন্ত মুলতবি মামলা সমূহের সিডিএমএস-এ এন্ট্রি কার্যক্রম পরিদর্শনকালে সন্তুষ্টি প্রকাশ করেন এবং এ কার্যক্রমে সম্পৃক্ত পুলিশ সদস্যদের আর্থিক প্রণোদনা প্রদান করেন।এছাড়াও, তিনি দর্শনা থানার মে/২০২৩ খ্রি: পর্যন্ত মুলতবি মামলা সমূহের সিডিএমএস-এ এন্ট্রি কার্যক্রম পরিদর্শনকালে সন্তুষ্টি প্রকাশ করেন এবং এ কার্যক্রমে সম্পৃক্ত পুলিশ সদস্যদের আর্থিক প্রণোদনা প্রদান করেন।

 

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *