জীবননগর (চুয়াডাঙ্গা) প্রতিনিধি:
চুয়াডাঙ্গার জীবননগরে বসত বাড়ি অগ্নিকান্ডের ঘটনা ঘটেছে। আগুনের লেলিহান শিখায় একটি সেড ঘটর ও ঘরে থাকা জ্বালানি কাঠ পুড়ে ভস্মিভুত হয়েছে। ঘটনাটি মঙ্গলবার দুপুর সাড়ে ১২টার দিকে জীবননগর-দত্তনগর সড়কের শাপলাকলিপাড়ায় ধাবক মঞ্জিলে সংঘটিত হয়েছে।
স্থানীয়রা জানান,জীবননগর-দত্তনগর সড়কের পাশে ধাবক মঞ্জিলের ৩য় তলায় ১টি টিনের ঘরে মুরগী ও কবুতরের খামারের পাশাপাশি জ্বালানি হিসাবে কাঠ রাখাছিলো। দুপুর সাড়ে ১২টার সময় হঠাৎ ঘরে আগুন লেগে ছড়িয়ে পড়ে। মুহূর্তের মধ্যে ঘরসহ ভেতরের কাঠ ও মুরগী,কবুতরের খাঁচা পুড়ে যায়। আশেপাশের লোকজন পানি ছিটিয়ে আগুন নিয়ন্ত্রণ আনার চেষ্টা করেন। পরে খবর পেয়ে এলাকাবাসী ও ফায়ার সার্ভিসের কর্মীরা প্রায় এক ঘন্টার চেষ্টায় আগুন নিভিয়েছেন। তবে শর্টসার্কিটের কারণে আগুনের সূত্রপাত ঘটে বলে জানা যায়।
জীবননগর ফায়ার সার্ভিসের ওয়্যারহাউজ ইন্সপেক্টর খালিদ হুসাইন জানান, শর্টসার্কিটের কারণে অগ্নিকাণ্ডের সূত্রপাত হয়। খবর পেয়ে ফায়ার স্টেশনের ১টি ইউনিট ঘটনাস্থলে পৌঁছায় এবং এলাকাবাসীর সহায়তায় প্রায় এক ঘন্টার চেষ্টায় আগুন নেভানো হয়