জীবননগর অফিস:-
চুয়াডাঙ্গার জীবননগরে বিদ্যুৎ স্পর্শে আবু বক্কর টুলু(৫৫) নামের এক শ্রমিকের মৃত্যু হয়েছে। মঙ্গলবার বিকালে উপজেলার উথলী গ্রামের ঘোপের মাঠ নামক স্থানে এই দূর্ঘটনা ঘটে। নিহত একই গ্রামের ফার্মগেট পাড়ায় মৃত মেছের মন্ডলের ছেলে।
স্থানীয়রা সুত্রে জানা যায়, মৃত মেছের আলী মন্ডলের ছেলে প্রান্তিক টুলু মিয়া প্রতিদিনের ন্যায় মঙ্গলবার সকালে ড্রাগন বাগানে কাজের জন্য যান। তার সাথে কাজ করা অন্যান্য শ্রমিকেরা কাজ শেষে বাড়ীতে চলে যান। কিন্তু টুলু মিয়ার বৈদ্যুতিক মোটর দ্বারা বাগানে পানি সেচ কাজ শেষে বিকালে বাড়ি ফেরার কথা ছিলো । কিন্তু তাকে বাড়ী ফিরতে দেরি হওয়ায় পরিবারের সদস্যরা তাকে বাগানে খোঁজ করতে গিয় দেখতে পান বৈদ্যুতিক মোটরের পাশে তার মৃত্যু দেহ পড়ে রয়েছে। মরদেহের হাতে ও পেটে বিদ্যুৎ স্পর্শের চিহ্ন দেখতে পান তারা।
জীবননগর থানার অফিসার ইনচার্জ আবু সাঈদ জানান,খবর পাওয়া মাত্রই আমরা ঘটনাস্থল পরিদর্শন করি।পরিবারের পক্ষ থেকে মৃত্যুর ব্যাপারে কোন আপত্তি না থাকায় এবং বিনা ময়না তদন্তে লাশ দাফনের আবেদন করায় লাশ বিনা ময়না তদন্তে অনুমতি দেয়া হয়েছে।