জীবননগর অফিস:-
চুয়াডাঙ্গার জীবননগর উপজেলার পৃথক তিনটি স্থানে বিজিবি ও পুলিশ অভিযান চালিয়ে প্রায় পাঁচ কোটি টাকার সোনার বার ভরি আটক করেছেন। বৃহস্পতিবার সকাল সাড়ে ৫ টা থেকে রাত সাড়ে ৯ টা পর্যন্ত এ অভিযান পরিচালনা করা হয়। আটককৃত সোনার বারগুলোর মোট মুল্য ৪ কোটি ৭৩ লাখ ২৫ হাজার ১৫৯ টাকা নির্ধারণ করা হয়েছে। এসব ঘটনায় ৫ জনকে গ্রেফতার করা হয়েছে এবং জীবননগর থানায় পৃথক তিনটি মামলা করা হয়েছে।
বিজিবি ও প্রত্যক্ষদর্শী সুত্র জানায়,জীবননগর-দত্তনগর সড়ক দিয়ে দু’জন ব্যক্তি মোটর সাইকেল যোগে বৃহস্পতিবার সকাল সাড়ে ৫ টার দিকে পাথিলা ঈদগাহ সংলগ্ন স্থানে পৌছানো মাত্র বিজিবি সদস্যরা তাদেরকে গতিরোধ করে। এই সময় একজন মোটর সাইকেল থেকে নেমে দ্রুত পালিয়ে গেলেও সেলিম হোসেনকে(৩০) আটক করতে সক্ষম হন। এ সময় বিজিবি সদস্যরা ১৫৯ ভরি ওজনের সোনার বার উদ্ধার করেন। উদ্ধারকৃত সোনার বর্তমান বাজার মুল্য ১ কোটি ৫৯ লাখ ৯৮ হাজার ৯৫৮ টাকা। গ্রেফতারকৃত সেলিম ঝিনাইদহ জেলার বাঘাডাঙ্গা গ্রামের জাফর আলীরে ছেলে।
অন্যদিকে একই দিন সকাল সাড়ে ১১ টার দিকে জীবননগর থানা পুলিশ গোপন সংবাদের ভিত্তিতে অভিযান চালিয়ে উপজেলা শহরের হাসপাতালপাড়া মসজিদের সামনে রাস্তা ১৩৬ ভরি ওজনের সোনার বার উদ্ধার করেন। যাহার মুল্য এক কোটি ২০ লাখ ৬৭ হাজার ৫০০ টাকা। এ সময় উক্ত সোনার বার বহনকারী মোটর সাইকেল আরোহী দু’জন পালিয়ে যায়।
অপরদিকে একই ব্যাটালিয়নের বিজিবি সদস্যরা বৃহস্পতিবার রাত সাড়ে ৯ টার দিকে গোপন সংবাদের ভিত্তিতে জীবননগর-কালীগঞ্জ মহাসড়কের জীবননগর হাসাদহ বাজারে সামনে রাস্তায় স্পিড বেকার বরাবার একটি প্রাইভেট কার গাড়ী আটক করেন। আটককৃত গাড়ীর ভিতরে বিশেষ কৌশলে রাখা ১৪ সোনার বার আটক করেন। আটককৃত সোনার মুল্য এক কোটি ৯২ লাখ ৫৮ হাজার ৭০১ টাকা। এসময় চারজনকে বিজিবি সদস্যরা গ্রেফতার করেন। গ্রেফতারকৃতরা হচ্ছে- নড়াইল জেলার লোহাগড়া উপজেলার মঙ্গলপুর গ্রামের জিহাদ মোল্যার ছেলে এবাদুল মোল্যা(২৬),তমছুল মোল্যার ছেলে মাহাবুব হাসান(২৭),ইনসার কাজির ছেলে রিয়াজ কাজি(২২) এবং নড়াগাতি উপজেলার খাসিয়াল গ্রামের ইয়ার আলীর ছেলে শেখ সোহেল রানা(৩৫)।
মহেশপুর খালিশপুর-৫৮ বিজিবি ব্যাটালিয়নের পরিচালক লে.কর্ণেল মাসুদ পারভেজ বলেন,বিজিবি সদস্যরা বৃহস্পতিবার সকাল থেকে রাত পর্যন্ত জীবননগর উপজেলায় চোরাচালান বিরোধী অভিযান পরিচালনা কালে গোপন সংবাদের ভিত্তিতে পৃথক দু’টি স্থান থেকে ভারতে পাচার অভিমুখি সোনার বারগুলো আটক করা হয়। সেই ঘটনার সাথে জড়িত ৫ জন কারবারিকেও গ্রেফতার করা হয়। সোনা চোরা কারবারিদের গ্রেফতার করতে বিজিবি সব সময় তৎপর আছেন।
জীবননগর থানার অফিসার ইনচার্জ নাসির উদ্দিন মৃধা ঘটনার সত্যতা নিশ্চিত করে বলেন,বিজিবি কর্তৃক সোনার বার উদ্ধার এবং ঘটনার সাথে জড়িত ৫ জনকে বিজিবি থানায় সোপর্দ করেছেন। বিজিবি কর্তৃক উদ্ধারকৃত সোনার বারের মুল্য ৩ কোটি ৫২ লাখ ৫৭ হাজার ৬৫৯ টাকা এবং পুলিশ কর্তৃক সোনার বারগুলোর মুল্য এক কোটি ২০ লাখ ৬৭ হাজার ৫০০ টাকা নির্ধারণ করা হয়েছে। ঘটনার ব্যাপারে জীবননগর থানায় পৃথক দু’টি মামলা হয়েছে এবং ঘটনার সাথে জড়িত গ্রেফতারকৃতদেরকে শুক্রবার দুপুরের দিকে আদালতে সোপর্দ করা হয়েছে।।