জীবননগর(চুয়াডাঙ্গা)প্রতিনিধি:-
চুয়াডাঙ্গার-জীবননগর সীমান্ত ইউনিয়ন প্রবীণ কমিটি এবং ওয়েভ ফাউন্ডেশনের আয়োজনে পল্লী কর্ম-সহায়ক ফাউন্ডেশন(পিকেএসএফ) এর সহযোগীতায় বার্ষিক ক্রীড়া প্রতিযোগিতার পুরস্কার বিতরণ ও শ্রেষ্ঠ সন্তান সম্মাননা প্রদান করা হয়েছে।
উপজেলার সীমান্ত ইউনিয়নের শাখারিয়া প্রবীন কেন্দ্রে অনুষ্ঠিত এ অনুষ্ঠানে সভাপতিত্ব করেন সীমান্ত ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান ইসাবুল ইসলাম মিল্টন মোল্যা। অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্য রাখেন,চুয়াডাঙ্গা জেলা পুলিশ সুপার আব্দুল্লাহ আল-মামুন। বিশেষ অতিথির বক্তব্য রাখেন,জীবননগর থানার অফিসার ইনচার্জ নাসির উদ্দিন মৃধা,জীবননগর প্রেস ক্লাবের সভাপতি এম আর বাবু,সীমান্ত ইউনিয়ন আওয়ামীলীগের সভাপতি হাজী আব্দুল মালেক মোল্লা,সীমান্ত ইউনিয়ন প্রবীণ কমিটির সমিতি শাজাহান আলী,সাধারন সম্পাদক মোঃ আজিজুল হক প্রমুখ। অনুষ্ঠানটি সার্বিক পরিচালনায় ছিলেন,ওয়েভ ফাউন্ডেশন কর্মকর্তা রবিউল ইসলাম বকুল হোসেন ও সাজ্জাদ হোসেন। অনুষ্ঠানে এলাকার প্রবীণ জনগোষ্ঠীর সদস্য,সুধীবৃন্দ,বিভিন্ন রাজনৈতিক দলের নেতৃবৃন্দ ও সাংবাদিকবৃন্দ উপস্থিত ছিলেন। অনুষ্ঠানে আলোচনা শেষে বার্ষিক ক্রীড়া প্রতিযোগীতায় অংশ গ্রহণকারীদের মধ্যে প্রধান অতিথি পুরস্কার বিতরন করেন। একই সময়ে ইউনিয়নের শ্রেষ্ঠ সন্তানদের মাঝে সন্মাননা পুরস্কারও বিতরন করা হয়। সাংবাদিক মিথুন মাহমুদ শ্রেষ্ঠ সন্তান হিসাবে প্রধান অতিথি পুলিশ সুপার আব্দুল্লাহ আল-মামুনের হাত থেকে সন্মাননা ক্রেষ্ট গ্রহন করেন।