জীবননগর অফিস:-
চুয়াডাঙ্গার জীবননগর উপজেলার আন্দুলবাড়ীয়া-সন্তোষপুরগামী সড়কের পুলিশ বকস সংলগ্ন স্থানে বুধবার দুপুরের দিকে ট্রাকের চাকায় পিষ্ট হয়ে মোটর সাইকেল আরোহী রিয়াজের(২০) মৃত্যু হয়েছে। এ ঘটনায় থানায় একটি অপমৃত্যু মামলা হয়েছে। ঘটনার সাথে জড়িত ঘাতক ট্রাক চালক ট্রাকসহ পালিয়ে গেছে।
পুলিশ ও প্রত্যক্ষদর্শী সুত্র জানায়,জীবননগর উপজেলার আন্দুলবাড়ীয়া-সন্তোষপুরগামী সড়ক দিয়ে গত বধুবার দুপুর ১২ টার দিকে দ্রুত গতিতে মোটর সাইকেল চালিয়ে যাওয়ার সময় নিয়ন্ত্রণ হারিয়ে বিপরীত দিক থেকে আসা একটি অজ্ঞাত ট্রাকের সাথে ধাক্কা দিলে ট্রাকের চাকায় পিষ্ট হয় মারাত্মক ভাবে আহত হন। আহত জাহিদ হাসান রিয়াজ দর্শনা পৌর এলাকার দক্ষিন চাঁদপুর গ্রামের নওশের আলীর ছেলে। নিহত রিয়াজকে পথচারিরা উদ্ধার করে জীবননগর হাসপাতালে চিকিৎসার জন্য ভর্তি করেন। সেখান থেকে উন্নত চিকিৎসার জন্য যশোর সদর হাসপাতালে নেয়ার পথে রিয়াজ মারা যায়।
জীবননগর থানার অফিসার ইনচার্জ নাসির উদ্দিন মৃধা বলেন,রিয়াজ ট্রাকের চাকায় পিষ্ট হয়ে তার শরীর কোমর মারাত্মক রক্তাক্ত আহত হয়। প্রচুর রক্তক্ষরণে তার মৃত্যু হয়েছে বলে ধারণা করা হচ্ছে।