জীবননগর অফিস:-
জীবননগরে দুই মাস মেয়াদী কম্পিউটার বেশিক ও নেটওয়াকিং প্রশিক্ষনের উদ্বোধন করা হয়েছে। সোমবার সকাল ১০টার সময় জীবননগর উপজেলা প্রশাসনের আয়োজনে উপজেলা পরিষদের হলরুমে একটি আলোচনা সভা শেষে দুই মাস মেয়াদী কম্পিউটার বেশিক ও নেটওয়াকিং প্রশিক্ষনের উদ্বোধন করা হয়।
জীবননগর উপজেলা নিবাহী অফিসার মোঃ রোকনুজ্জামানের সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান অতিথি হিসাবে উপস্থিত থেকে দুই মাস মেয়াদী কম্পিউটার বেশিক ও নেটওয়াকিং প্রশিক্ষনের উদ্বোধন করেন জীবননগর উপজেলা পরিষদের চেয়ারম্যান হাজী মোঃ হাফিজুর রহমান ।বিশেষ অতিথি হিসাবে উপস্থিত ছিলেন,চুয়াডাঙ্গা জেলা যুবউন্নয়ন অধিদপ্তরের সহকারী পরিচালক মোঃ জাতির হোসেন খান,জীবননগর উপজেলা পরিষদের ভাইস চেয়ারম্যান আঃ সালাম ঈশা,মহিলা ভাইস চেয়ারম্যান আয়েসা সুলতানা লাকী প্রমুখ।উক্ত অনুষ্ঠানটি সাবিক পরিচালনা করেন জীবননগর উপজেলা যুব উন্নয়ন কমকতা মোঃ আয়ুব হোসে খান।