জীবননগর অফিস:-
জীবননগরে জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান জাতীয় গোল্ড কাপ নকআউট ফুটবল টুর্নামেন্ট অনুর্ধ ১৭এর উদ্বোধন করা হয়েছে। সেমাবার বিকাল সাড়ে ৩টার সময় জীবননগর উপজেলা প্রশাসনের আয়োজনে জীবননগর থানা পাইলট মাধ্যমিক বিদ্যালয়ের মাঠে এ খেলার উদ্বোধন করা হয়।জীবননগর উপজেলা নিবাহী অফিসার মোঃ রোকনুজ্জামানের সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান অতিথি হিসাবে উপস্থিত থেকে খেলার উদ্বোধন করেন জীবননগর উপজেলা পরিষদের চেয়ারম্যান হাজী মোঃ হাফিজুর রহমান।বিশেষ অতিথি হিসাবে উপস্থিত ছিলেন,জীবননগর উপজেলা আওয়ামীলীগের সাধারন সম্পাদক আবু মোঃ আব্দুল লতিফ অমল,জীবননগর পৌর সভার মেয়র মোঃ রফিকুল ইসলাম,জীবননগর উপজেলার সহকারী কমিশনার ভূমি তিথি মিত্র,জীবননগর উপজেলা পরিষদের ভাইস চেয়ারম্যান আব্দুস সালাম ঈশা,রায়পুর ইউপি চেয়ারম্যান তাহাজ্জাদ মিজা,হাসাদহ ইউপি চেয়ারম্যান রবি বিশ্বাস,বাকা ইউপি চেয়ারম্যান আব্দুল কাদের প্রধান প্রমুখ।