জীবননগর অফিস:-
জীবননগরে বৃক্ষ রোপন কমসূচির উদ্বোধন করা হয়েছে। বুধবার বিকাল ৩টার সময় জীবননগর উপজেলা প্রশাসনের আয়োজেনে এ বৃক্ষ রোপন কমসূচি অনুষ্ঠিত হয়। অনুষ্ঠানে জীবননগর উপজেলা নির্বাহী অফিসার মোঃ রোকনুজ্জামানের সভাপতিত্বে প্রধান অতিথি হিসাবে উপস্থিত থেকে জীবননগর পৌর শহরের নয়ন জলিরধার নামক স্থানে বৃক্ষ রোপনের মধ্যে এ কমসূচির শুভ উদ্বোধন করেন চুয়াডাঙ্গা জেলা প্রশাসক মোহাম্মদ আমিনুল ইসলাম খান। বিশেষ অতিথি হিসাবে উপস্থিত ছিলেন,জীবননগর উপজেলা পরিষদের চেয়ারম্যান হাজী মোঃ হাফিজুর রহমান, সহকারী কমিশনার (ভূমি) তিথি মিত্র প্রমুখ।