জীবননগর (চুয়াডাঙ্গা) প্রতিনিধি:-
সুইডেনের রাজধানী স্টকহোমের কেন্দ্রীয় মসজিদের সামনে পবিত্র কোরআন অবমাননা এবং পোড়ানোর প্রতিবাদে ও দোষীদের শাস্তির দাবিতে চুয়াডাঙ্গার জীবননগরে বিক্ষোভ মিছিল ও সমাবেশ করা হয়েছে। শুক্রবার জুম্মার নামাজের পর সাধারণ মুসল্লিরা এই বিক্ষোভ মিছিল ও সমাবেশ করে।
জীবননগরের বিভিন্ন মসজিদ থেকে জুমার নামাজের পর শতশত মুসল্লিরা দলে দলে বিক্ষোভ মিছিল শুরু করে বাসস্ট্যান্ডে এসে একটি বিশাল সমাবেশ করেন।
এতে বক্তব্য দেন জীবননগর উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ও উপজেলা পরিষদের সাবেক চেয়ারম্যান আবু মো. আব্দুল লতিফ অমল, জীবননগর পৌর মেয়র মো. রফিকুল ইসলাম, জীবননগর উপজেলা জামায়াতে ইসলামীর আমির মাওলানা সাজেদুর রহমান, জামায়াত নেতা মাওলানা ইসরাইল হোসেন, মাওলানা ফিরোজ হোসেন, জামায়াত নেতা নুর ইসলাম চৌধুরী, জীবননগর বাসস্টান্ড মসজিদের ইমাম ওলিউর রহমান প্রমুখ।
সমাবেশে বক্তরা বলেন, সকল অপরাধের বিচার হওয়া উচিত। আমরা চাই সুইডেনে কোরআন অবমাননার বিচার হোক। আমার বাংলাদেশ সরকারের মাধ্যমে সুইডেনের কোরআন অবমাননার ঘটনার প্রতিবাদ জানাচ্ছি। আমাদের দাবি, তারা আল্লাহর কাছে ক্ষমা চাইবে। তারা মুসলমানদের কাছে ক্ষমা চাইবে।