চুয়াডাঙ্গা জেলা পুলিশের আয়োজনে ডেঙ্গু প্রতিরোধে পরিষ্কার-পরিচ্ছন্নতা অভিযান ও সচেতনতামূলক র‌্যালী

জীবননগর অফিস:-

চুয়াডাঙ্গা জেলা পুলিশের আয়োজনে ডেঙ্গু প্রতিরোধে পরিষ্কার-পরিচ্ছন্নতা অভিযান ও সচেতনতামূলক এক বর্ণাঢ্য র‌্যালী রোববার সকালে অনুষ্ঠিত হয়েছে। পুলিশ সুপার আব্দুল্লাহ আল মামুনের নেতৃত্বে র‌্যালীটি চুয়াডাঙ্গা শহরের প্রধান প্রধান সড়ক প্রদক্ষিন করেন। র‌্যালীটি জীবননগর সদর থানা থেকে শুরু হয় তা চুয়াডাঙ্গা পুলিশ সুপারের কার্যালয়ের সামনে গিয়ে শেষ হয়।

পুলিশের পক্ষ থেকে এ ধরনের সামাজিক সচেতনতা মুলক কার্যকলাপে এলাকার সচেতন মহলে পুলিশ প্রশাসন প্রশংসিত হয়েছে। জেলা পুলিশের সামাজিক ও মানবিক কার্যকলাপ দিন দিন বৃদ্ধি পাওয়ায় জেলার সাধারন মানুষের মধ্যে পুলিশ দিন দিন প্রশংসিত হচ্ছে।

অনুষ্ঠিত র‌্যালীতে অতিরিক্ত পুলিশ সুপার আবু তারেক,আনিসুজ্জামান,সহকারী পুলিশ সুপার জাকিয়া সুলতানা,ডিআইও-১ আলমগীর কবিরসহ জেলা পুলিশের বিভিন্ন ইউনিটের অফিসার ইনচার্জ, কোর্ট পুলিশ পরিদর্শক, টিআই (প্রশাসন)সহ বিপুল সংখ্যক পুলিশ সদস্য উপস্থিত ছিলেন।

 

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *