জীবননগর অফিস:-
‘নিরাপদ মাছে ভরব দেশ,গড়ব স্মার্ট বাংলাদেশ’ এই প্রতিপাদ্যকে সামনে ২৪- ৩০ জুলাই পর্যন্ত চুয়াডাঙ্গার জীবননগর উপজেলায় জাতীয় মৎস্য সপ্তাহ-২০২৩ শুরু হয়েছে। জাতীয় মৎস্য সপ্তাহ উপলক্ষে সোমবার সকালে সাংবাদিকদের সাথে উপজেলা মৎস্য কর্মকর্তারা মতবিনিময় করেন। এ সময় জীবননগরের মৎস্য উৎপাদন বৃদ্ধিসহ বিভিন্ন বিষয়ে আলোচনা করা হয়।
মতবিনিময় কালে জীবননগর উপজেলা সিনিয়র মৎস্য কর্মকর্তা দীন ইসলাম জানান, জীবননগরে ২০২২-২৩ অর্থবছরে ৪ হাজার ৮২১ মেট্রিক টন মাছ উৎপাদন হয়েছে। জীবননগরে মাছ উৎপাদন দিন দিন বাড়ছে। এ সময় মৎস্য উৎপাদন বৃদ্ধি ও সংরক্ষণের জন্য তিনি উপস্থিত সাংবাদিকদের পরামর্শ চান।
এ সময় উপস্থিত ছিলেন জীবননগর প্রেসক্লাবের সভাপতি মুন্সী মাহবুবুর রহমান বাবু, সাধারণ সম্পাদক কাজী শামসুর রহমান চঞ্চল,জীবননগর সাংবাদিক সমিতির সভাপতি জাহিদুল ইসলাম বাবু,যুগ্ম-সাধারণ সম্পাদক মুতাছিন বিল্লাহ, সাংবাদিক রিপন হোসেন, মহিবুল ইসলাম মুকুল, মিঠুন মাহমুদ, তুহিন প্রমুখ।