জীবননগর(চুয়াডাঙ্গা) প্রতিনিধি:-
“বঙ্গবন্ধুর বাংলাদেশে, পুলিশ আছে জনতার পাশে”এ প্রতিপাদ্যে চুয়াডাঙ্গার জীবননগর থানা পুলিশ ডেঙ্গু প্রতিরোধে সচেতনামূলক প্রচার র্যালী অনুষ্ঠিত হয়েছে। বুধবার বেলা ১২টায় জীবননগর থানা চত্বর থেকে র্যালিটি বের হয়ে শহরের প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ করে বাসস্টান্ডে শেষ হয়। এসময় সচেতনতা মূলক লিফলেট বিতরণ করেন।
র্যালিতে উপস্থিত ছিলেন, সিনিয়র সহকারী পুলিশ সুপার(দামুড়হুদা সার্কেল) জাকিয়া সুলতানা, জীবননগর উপজেলা পরিষদের চেয়ারম্যান হাজী.হাফিজুর রহমান, পৌরসভার মেয়র রফিকুল ইসলাম,উপজেলা ভাইস চেয়ারম্যান আব্দুস সালাম ঈশা, মহিলা ভাইস চেয়ারম্যান মোছা.আয়েশা সুলতানা লাকী, জীবননগর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো.নাসির উদ্দী মৃধা,ভারপ্রাপ্ত কর্মকর্তা(তদন্ত) আবু সাঈদ,ভারপ্রাপ্ত কর্মকর্তা (অপারেশন) শিকদার মতিয়ার রহমান সহ জীবননগর থানা পুলিশের সকল সদস্য,পৌর কাউন্সিলরগণ ও বিভিন্ন ইউনিয়নের চেয়ারম্যানবৃন্দ অংশগ্রহণ করেন।
এসময় সিনিয়র সহকারী পুলিশ সুপার (দামুড়হুদা সার্কেল) জাকিয়া সুলতানা বলেন, দেশে ডেঙ্গুর প্রকোপ আকার ধারণ করেছে। এখনই যদি আমরা সচেতন হতে না পারি তাহলে ডেঙ্গুর আক্রমণ থেকে আমরা কেউই রক্ষা পাবো না। তাই সবাইকে ডেঙ্গুর ব্যাপারে সচেতন হতে হবে। মূলত এডিস মশা থেকেই ডেঙ্গুর উৎপত্তি হয়। এডিস মশার প্রজনন স্থল ধ্বংস করি, ডেঙ্গু ও চিকুনগুনিয়া প্রতিরোধ করি।