জীবননগর অফিসঃ চুয়াডাঙ্গার উপজেলা পর্যায়ে বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান ও বঙ্গমাতা শেখ ফজিলাতুন্নেছা মুজিব পৃথক গোল্ডকাপ প্রাথমিক বিদ্যালয় ফুটবল টুর্নামেন্টের ফাইনাল খেলা ও পুরস্কার বিতরণ অনুষ্ঠিত হয়েছে। সোমবার বিকালে জীবননগর থানা পাইলট মাধ্যমিক বিদ্যালয় মাঠে এ খেলা অনুষ্ঠিত হয়।
বঙ্গবন্ধু গোল্ডকাপ ফুটবল টুর্নামেন্টের ফাইনালে হাসাদাহ সরকারি প্রাথমিক বিদ্যালয়কে ২-০ গোলে হারিয়ে চ্যাম্পিয়ন হয়েছে মারুফদা সরকারি প্রাথমিক বিদ্যালয় ছাত্ররা। অন্যদিকে বঙ্গমাতা গোল্ডকাপ ফুটবল টুর্নামেন্টে ট্রাইবেকারে দৌলৎগঞ্জ সরকারি প্রাথমিক বিদ্যালয়কে ৪-৩ গোলে হারিয়ে চ্যাম্পিয়ন হয় সিংনগর সরকারি প্রাথমিক বিদ্যালয়ের ছাত্রীরা।
টুর্নামেন্ট শেষে চ্যাম্পিয়ান ও রানার্সআপ দলের মাঝে পুরস্কার বিতরণ অনুষ্ঠানে জীবননগর উপজেলা নির্বাহী অফিসার মোছা.হাসিনা মমতাজ এর সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন চুয়াডাঙ্গা-২ আসনের সংসদ সদস্য হাজী আলী আজগর টগর। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন উপজেলা পরিষদের চেয়ারম্যান হাজী মো.হাফিজুর রহমান,উপজেলা আওয়ামী লীগের সভাপতি নজরুল ইসলাম, সাধারণ সম্পাদক আবু মো. আব্দুল লতিফ অমল, পৌর সভার মেয়র রফিকুল ইসলাম, উপজেলা পরিষদের ভাইস চেয়ারম্যান আব্দুস সালাম ঈশা, মহিলা ভাইস চেয়ারম্যান আয়েশা সুলতানা লাকী,উপজেলা প্রথমিক শিক্ষা অফিসার জালাল উদ্দীন প্রমূখ।
এছাড়াও পৌর আওয়ামী লীগের সভাপতি মুন্সী নাসির উদ্দিন,সাধারণ সম্পাদক ও সাবেক পৌর মেয়র জাহাঙ্গীর আলম,মনোহরপুর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান সোহরাব হোসেন খান, কেডিকে ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান খায়রুল বাসার শিপলু, সীমান্ত ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান ইশাবুল ইসলাম মিল্টন মোল্লা, বাঁকা ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান কাদের প্রধান, হাসাদাহ ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান রবিউল ইসলামসহ বিভিন্ন সরকারি প্রাথমিক বিদ্যালয়ের শিক্ষক,ছাত্র-ছাত্রীবৃন্দ উপস্থিত ছিলেন।