জীবননগর অফিস:-
চুয়াডাঙ্গা জেলা কৃষি সম্প্রসারণ বিভাগের প্রশিক্ষণ সম্মেলন কক্ষে শ্রেষ্ঠ উপ-সহকারী কৃষি কর্মকর্তাদের মাঝে পুরস্কার ও সন্মাননা প্রদান করা হয়েছে। মঙ্গলবার সকালে জেলা কৃষি কর্মকর্তা বিভাস চন্দ্র সাহার সভাপতিত্বে ও জেলা কৃষি উপ-পরিচালক মোহাম্মদ আলী জিন্নাহের উপস্থাপনায় অনুষ্ঠানে প্রধান অতিথি হিসাবে উপস্থিত ছিলেন,যশোর কৃষি সম্প্রসারন অধিদপ্তরের অতিরিক্ত পরিচালক আবু হোসেন।
অনুষ্ঠানে জেলার শ্রেষ্ঠ উপ-সহকারী কৃষি কর্মকর্তাদের মাঝে বিশেষ পুরস্কার স্বরূপ ক্রেষ্ট ও সন্মাননা সার্টিফিকেট প্রদান করেন। এ সময় উপস্থিত ছিলেন অতিরিক্ত উপ-পরিচালক ( ক্রপ) কায়সার ইকবাল,ডিডি উদ্যান ফয়েজ আহমেদ,কৃষি প্রকৌশলী আনোয়ার হোসেন,জেলা তুলা উন্নয়ন কর্মকর্তা সেন দেবাশীষ ছাড়াও জেলার বিভিন্ন উপজেলা কৃষি কর্মকর্তা,কৃষি সম্প্রসারণ কর্মকর্তাসহ উপ-সহকারী কৃষি কর্মকর্তারা উপস্থিত ছিলেন।
যারা পুরস্কার ও বিশেষ সন্মাননা পুরস্কারে ভূষিত হলেন- জীবননগর উপজেলা উপ-সহকারী কৃষি কর্মকর্তা শাহ আলম, আতিকুল আলম, দামুড়হুদা উপজেলা উপ-সহকারী নাসির উদ্দিন, মেহেদী হাসান, আলমডাঙ্গা উপজেলা উপ-সহকারী কৃষি কর্মকর্তা মমিন অর রশিদ,খাদেমুল বাশার এবং চুয়াডাঙ্গা সদর উপজেলা উপ-সহকারী কৃষি কর্মকর্তা মোস্তাফিজুর রহমান ও সাজ্জাদ হোসেন।
প্রধান অতিথি বলেন,ভাল কাজের স্বীকৃতি স্বরুপ এ পুরস্কার কাজের মধ্যে আরও গতিশীলতা আনয়ন করে,দায়িত্বকে আরও বাড়িয়ে দেয়।পাশাপাশি অন্যদেরকেও অনুপ্রাণিত করে। আগামীর কৃষিতে আরো নতুন নতুন লাভজনক টেকনোলজি,নতুন নতুন ফল যেমন অ্যাভোকাডো,মাঠ ফসল তুলার আবাদ সম্প্রসারণ করতে পতিত জমি,পুকুরপাড় প্রভৃতি কাজে লাগাতে হবে। কৃষিকে পজিটিভ ভাবে চিন্তা করতে হবে। কৃষকদের সেবা,সহযোগিতা প্রদান করতে হবে।