জীবননগর অফিস:-
চুয়াডাঙ্গার জীবননগরে অভিযান চালিয়ে ৫ হাজার টাকা জরিমানা করেছেন ভ্রাম্যমাণ আদালত।সোমবার বিকালে উপজেলার পিয়ারাতলা বাজারে এ জরিমানা আদায় করেন উপজেলা নিবার্হী অফিসার ও নির্বাহী ম্যাজিস্ট্রেট হাসিনা মমতাজ।
ভ্রাম্যমান আদালত সূত্রে জানা যায়,সোমবার বিকালে উপজেলার পিয়ারাতলা বাজারে ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করেন। এসময় পাট জাত ব্যবহারের পরিবর্তে প্লাস্টিক মোড়ক ব্যবহারের অপরাধে মেসার্স রাজ ট্রেডার্স’র মালিক মাসুদ রানাকে পাট জাত দ্রব্য আইনের ২০১০ এর ৪ ধারার অপরাধে ৫ হাজার টাকা জরিমানা করা হয়েছে। এসময় ভ্রাম্যমান আদালতকে সার্বিক সহযোগিতা করেন যশোর পাট উন্নয়ন কর্মকর্তা উজ্জল কান্তি বড়াল ও থানা পুলিশের সদস্যবৃন্দ।
জীবননগর উপজেলা নিবার্হী অফিসার(ইউএনও) হাসিনা মমতাজ বিষয়টির সত্যতা নিশ্চিত করে বলেন, প্রত্যেক ব্যবসায়ীকে সর্তক করা হয়েছে। তারা সংশোধিত না হলে পরবর্তীতে কঠোর ব্যবস্থা গ্রহণ করা হবে।