জীবননগর (চুয়াডাঙ্গা) প্রতিনিধি:-
চুয়াডাঙ্গার জীবননগর উপজেলা আন্দুলবাড়ীয়া ইউনিয়ন পরিষদের নবনির্বাচিত ইউপি সদস্যরা শপথ গ্রহণ করেছেন। বুধবার বিকেলে জীবননগর উপজেলা পরিষদের সভাকক্ষে নবনির্বাচিত ৯টি ওয়ার্ডের সাধারণ সদস্য ও ৩ জন সংরক্ষিত নারী সদস্যকে শপথ বাক্য পাঠ করান উপজেলা নির্বাহী কর্মকর্তা হাসিনা মমতাজ। এর আগে নবনির্বাচিত চেয়ারম্যান মীর্জা হাকিবুর রহমান লিটন জেলা প্রশাসক ড.কিসিঞ্জার চাকমার কার্যালয়ে একইদিন সকালে উপস্থিত হয়ে শপথ গ্রহন করেন। তারা শপথ গ্রহণ শেষে বুধবার বিকালেই ইউনিয়ন পরিষদের দায়িত্বভার গ্রহন করেন।
উপজেলা পরিষদের ভাইস চেয়ারম্যান আব্দুস সালাম ঈশার সঞ্চলনায় অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন উপজেলা পরিষদের চেয়ারম্যান হাফিজুর রহমান। বিশেষ অতিথি ছিলেন উপজেলা পরিষদের মহিলা ভাইস চেয়ারম্যান আয়েশা সুলতানা লাকী, জীবননগর প্রেসক্লাবের সভাপতি মুন্সী মাহবুবুর রহমান বাবু, জীবননগর সাংবাদিক সমিতির সভাপতি জাহিদুল ইসলাম প্রমুখ এদিকে শপথ গ্রহনণর পর নবনির্বাচিত চেয়ারম্যান, সাধারণ সদস্য ও সংরক্ষিত নারী সদস্যদের উপজেলা পরিষদের পক্ষ থেকে ফুল দিয়ে শুভেচ্ছা জানানো হয়।
জীবননগর উপজেলা নির্বাহী অফিসার হাসিনা মমতাজ নবনির্বাচিত সদস্যদের উদ্দেশ্যে বলেন, আপনারা জনগনের ভোটে নির্বাচিত সদস্য, জনগনের সুখ-দুঃখে তাদের পাশে থাকবেন। এবং সরকারের নিয়ম কানুন মেনে এলাকার উন্নয়ন করবেন। উল্লেখ্য, সীমানা সংক্রান্ত জটিলতার কারণে ৭ বছর পর গত ১৬ জুলাই এ ইউনিয়নে নির্বাচন হয়।