বিশেষ প্রতিনিধি:-
স্বাধীনতার মহান স্থপতি জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান-এঁর ৪৮তম শাহাদত বার্ষিকী ও জাতীয় শোক দিবস উপলক্ষে বৃহস্পতিবার সকালে জেলা পুলিশের আয়োজনে পুলিশ লাইন্স ড্রিলশেডে চুয়াডাঙ্গা ‘রং তুলিতে আঁকি বঙ্গবন্ধুর স্বপ্নের বাংলাদেশ’ প্রতিপাদ্যে ‘ক’ গ্রুপে প্রথম শ্রেণী হতে তৃতীয় শ্রেণী এবং ‘খ’ গ্রুপে চতুর্থ শ্রেণী হতে পঞ্চম শ্রেণীর স্নেহের শিক্ষার্থীদের মাঝে চিত্রাঙ্কন প্রতিযোগিতা এবং রচনা প্রতিযোগিতায় ‘ক’ গ্রুপে ষষ্ঠ হতে দশম শ্রেণী/সমমান ‘খোকা থেকে জাতির পিতা’ বিষয়ে; ‘খ’ গ্রুপে একাদশ হতে দ্বাদশ/সমমান ‘বঙ্গবন্ধু ও দেশপ্রেম’ বিষয়ে এবং ‘গ’ গ্রুপে স্নাতক/স্নাতকোত্তর/সমমান ‘বঙ্গবন্ধুর মানবিক সত্তা ও মুক্তির চেতনা’ বিষয়ে পুরস্কার বিতরণ অনুষ্ঠিত হয়। প্রতিযোগিতায় অংশগ্রহণকারী প্রথম, দ্বিতীয় ও তৃতীয় স্থান অধিকারী স্নেহের শিক্ষার্থীদের প্রাইজবন্ড, মগ, ক্রেস্ট ও সার্টিফিকেট প্রদান করা হয়।
পুলিশ সুপার আব্দুল্লাহ্ আল-মামুনের সভাপতিত্বে উপস্থিত ছিলেন,অতিরিক্ত পুলিশ সুপার রিয়াজুল ইসলাম, অতিরিক্ত পুলিশ সুপার আনিসুজ্জামান,চুয়াডাঙ্গা পুলিশ হাসপাতালের মেডিকেল অফিসার ডা. হুমায়রা আক্তার,ডিআইও-১ জিহাদ ফকরুল আলম খানসহ জেলা পুলিশের সকল ইউনিটের অফিসার বৃন্দ। যে,সব পুলিশ সদস্যদের সন্তানেরা এসএসসি পরিক্ষায় কৃতিত্বের সাথে উত্তীর্ণ হয়েছে তাদেরকে বিশেষ পুরস্কারে ভুষিত করেন পুলিশ সুপার আব্দুল্লাহ আল মামুন।