জীববননগর অফিস:-
খুলনা রেঞ্জ এর অতিরিক্ত ডিআইজি(অপারেশন) মোহাম্মদ হাসানুজ্জামান শনিবার সকালে চুয়াডাঙ্গার জীবননগর থানা দ্বি-বার্ষিক পরিদর্শন করেন। উক্ত পরিদর্শন অনুষ্ঠানে উপস্থিত ছিলেন চুয়াডাঙ্গা পুলিশ সুপার আব্দুল্লাহ আল মামুন ,সিনিয়র সহকারি পুলিশ সুপার (দামুড়হুদা-জীবননগর সার্কেল) জাকিয়া সুলতানা সহ জেলা পুলিশের ঊর্ধ্বতন কর্মকর্তা ও অফিসার ফোর্সগন।
অতিরিক্ত ডিআইজি হাসানুজ্জামান জীবননগর থানা ক্যাম্পাসে পৌছানো মাত্র তাকে ফুলেল শুভেচ্ছায় সিক্ত করেন পুলিশ সুপার আব্দুল্লাহ আল মামুন,সহকারি পুলিশ সুপার জাকিয়া সুলতানা,জীবননগর থানার অফিসার ইনচার্জ জাবিদ হাসান,অফিসার ইনচার্জ(তদন্ত) আবু সাইদসহ থানার অফিসার ফোর্স। এ সময় থানার প্যারেড গ্রাউন্ডে অতিরিক্ত ডিআইজি মহোদয়কে সালামি প্রদান করেন অফিসার ইনচার্জ(তদন্ত) আবু সাইদ।
উপস্থিত অফিসার ও ফোর্সগনের উদ্দেশ্যে অতিরিক্ত ডিআইজি হাসানুজ্জামান বলেন, পুলিশ পেশাগত দায়িত্ব পালনের মাধ্যমে কর্মস্থলে তার সফলতা তুলে ধরবেন। তিনি চুয়াডাঙ্গা জেলা পুলিশ এ কর্মরত সকলকে সততা ও নিষ্ঠার সাথে দায়িত্ব পালনের নির্দেশনা প্রদান করেন। তিনি আরও বলেন বিট পুলিশিং সিস্টেম পুলিশ কে জনগণের আরও কাছে যাওয়ার সুযোগ তৈরি করে দিয়েছে। যা কাজে লাগিয়ে প্রকৃত পক্ষেই জনগনের সেবক হিসাবে নিজেদের গড়ে তুলতে হবে। পুলিশ জনতা এক হয়ে কাজ করতে পারলে দেশের কাংখিত উন্নয়ন সম্ভব এবং সব ধরনের অপরাধ প্রবণতা কমে যাবে।