জীবননগর অফিস:-
চুয়াডাঙ্গার জীবননগর কৃষি ব্যাংকের অবসরপ্রাপ্ত ম্যানেজার উপজেলার মনোহরপুর গ্রামের মাহতাব উদ্দিন ইন্তেকাল করেছেন। ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাহি রাজিউন। তিনি সোমবার সকালে বুকের ব্যথা নিয়ে যশোর সদর হাসপাতালে ভর্তি হন।
সেখান থেকে তাকে উন্নত চিকিৎসার জন্য খুলনা মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়। কিন্তু চিকিৎসারত অবস্থায় তিনি বুধবার সকালে মারা যান। মৃত কালে তিনি স্ত্রী ও চার পুত্র সন্তানসহ অসংখ্য গুনগ্রাহী রেখে গেছেন। বুধবার বাদ যশোর জানাজার নামাজ শেষে তাকে স্থানীয় কবরস্থানে দাফন সম্পন্ন করা হয়।
তার জানাজার নামাজ উপজেলা আওয়ামীলীগের সভাপতি উপাধ্যক্ষ নজরুল ইসলাম,মনোহরপুর ইউনিয়ন আওয়ামীলীগের সভাপতি গোলাম রসুল,ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান সোহরাব হোসেন খানসহ বিপুল সংখ্যক মানুষের সমাগম ঘটে।