জীবননগর অফিস:-
চুয়াডাঙ্গার জীবননগর উপজেলা প্রাথমিক সহকারী শিক্ষক সমিতির নবনির্বাচিত কমিটির সদস্যদের সাথে দর্শনা থানা আওয়ামীলীগের দলীয় কার্যালয়ে চুয়াডাঙ্গা-২ আসনের সংসদ সদস্য হাজী আলী আজগার টগরের পরিচিতি ও মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে।
শনিবার সকাল ১১ টার দিকে অনুষ্ঠিত এ সভায় এমপি আলী আজগার টগরকে সহকারী শিক্ষক সমিতির নেতারা ফুলেল শুভেচ্ছায় সিক্ত করেন।
অনুষ্ঠিত মতবিনিময় সভায় সভাপতিত্ব করেন,উপজেলা প্রাথমিক সহকারী শিক্ষক সমিতির সভাপতি খালিদ হোসেন। এ সময় বক্তব্য রাখেন,জীবননগর পৌর আওয়ামীলীগের সাধারন সম্পাদক জাহাঙ্গীর আলম,রায়পুর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান মীর্জা তাহাজ্জুত হোসেন,উপজেলা প্রাথমিক সহকারী শিক্ষক সমিতির সাধারন সম্পাদক মতিয়ার রহমান। এ সময় আরো বক্তব্য রাখেন,সমিতির মহিলা বিষয়ক সম্পাদক সুরাইয়া খাতুন,সদস্য শিউলী খাতুন।
অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে এমপি টগর বলেন,বর্তমান সরকার শিক্ষা বান্ধব সরকার। দেশ-জাতির উন্নয়নে শিক্ষার বিকল্প নেই। আর সেই শিক্ষার আলো বিকাশিত করতে যারা কাজ করছেন তারা হলেন শিক্ষক। সেই শিক্ষকদের জীবনমান উন্নয়নের কথা চিন্তা করে ইতিমধ্যেই সরকার নানা কল্যানকর পদক্ষেপ গ্রহন করেছেন।
তাই প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে আবারও রাষ্ট্র ক্ষমতায় আনতে শিক্ষকদেরকে গুরুত্বপুর্ণ ভুমিকা রাখতে হবে। এমপি টগর সহকারী শিক্ষক সমিতির জনকল্যানমুখী কাজের ব্যাপারে সব ধরনের সহযোগীতা প্রদানের আশ্বাস প্রদান করেন।