জীবননগরের কৃতি শিক্ষার্থীদের সংবর্ধনা প্রদান

জীবননগর অফিস:-

চুয়াডাঙ্গার জীবননগর উপজেলার বিভিন্ন গ্রামের মেধাবী শিক্ষার্থীরা মেধা ভিত্তিক বিভিন্ন বিশ্ববিদ্যালয়ে ভর্তির সুযোগ লাভ করায় সেই সব কৃতি শিক্ষার্থীদের “আমাদের জীবননগর” ফেসবুক গ্রুপ ও “প্লাজমা বিশ্ববিদ্যালয় ভর্তি কোর্চিংয়ের” আয়োজনে থেকে সংবর্ধনা প্রদান করা হয়েছে। শনিবার সকাল ১১টায় জীবননগর থানা পাইলট মাধ্যমিক বিদ্যালয়ে এ সংবর্ধনা অনুষ্ঠানের আয়োজন করা হয়। অনুষ্ঠানে ৪৯ জন মেধাবী কৃতি শিক্ষার্থীদের সম্মাননা স্মারক দেয়া হয়।

জীবননগর পৌর যুবলীগের সভাপতি শাহ্ আলম শরিফুল ইসলামের সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান অতিথি হিসাবে উপস্থিত ছিলেন,জীবননগর উপজেলা নির্বাহী অফিসার হাসিনা মমতাজ।

বিশেষ অতিথি ছিলেন জীবননগর উপজেলা আওয়ামী লীগের সভাপতি নজরুল ইসলাম, সাধারণ সম্পাদক আবু মো. আব্দুল লতিফ অমল, পৌর মেয়র রফিকুল ইসলাম, পৌর আওয়ামী লীগের সভাপতি মুন্সি নাসির উদ্দীন, জীবননগর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্ষের আরএমও মোস্তাফিজুর রহমান সুজন, জীবননগর ডিগ্রি কলেজের অধ্যক্ষ জসিম উদ্দীন, জীবননগর সরকারি আদর্শ মহিলা ডিগ্রি কলেজের ভারপ্রাপ্ত অধ্যক্ষ রেজাউল ইসলাম, জীবননগর থানা আলিম মাদ্রাসার অধ্যক্ষ মাও. আব্দুল খালেক, জীবননগর থানা মডেল পাইলট মাধ্যমিক বিদ্যালয়ের সহকারী প্রধান শিক্ষক রেবেকা সুলতানা, জীবননগর সাংবাদিক সমিতির সভাপতি জাহিদুল ইসলাম, ব্যবসায়ী জসিম উদ্দীন প্রমূখ।

উল্লেখ্য,জীবননগর উপজেলা থেকে একই বছরে এতগুলো শিক্ষার্থী বিভিন্ন বিশ্ববিদ্যালয়ে ভর্তির সুযোগ পাওয়ার ঘটনা এবারই প্রথম। অন্যদিকে কৃতি শিক্ষার্থীদেরকে কোন প্রতিষ্ঠানের পক্ষ থেকে সংবর্ধনা প্রদানের ঘটনাও এটাই প্রথম। কৃতি শিক্ষার্থীদেরকে সংবর্ধনা ও তাদেরকে সন্মাননা স্মারক প্রদান করায় তারা কৃতজ্ঞা প্রকাশ করেছেন।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *