জীবননগর অফিস:-
চুয়াডাঙ্গার জীবননগর উপজেলার ধোপাখালী ব্রিজপাড়া গোপন সংবাদের ভিত্তিতে পুলিশ অভিযান চালিয়ে গাঁজাসহ আব্বাস আলী(৫০) নামের এক মাদক ব্যবসায়ীকে হাফ কেজি গাঁজাসহ হাতেনাতে আটক করেন। রোববার রাত সাড়ে ৯ টার দিকে এ অভিযান পরিচালিত হয়।
গ্রেফতারকৃত আব্বাস আলী উপজেলার ধোপাখালী দক্ষিণপাড়ার মৃত আবুল কাশেম মন্ডলের ছেলে। তাকে ধোপাখালী ব্রিজের ওপর থেকে হাতেনাতে পুলিশ গ্রেফতার করেন।
জীবননগর থানার অফিসার ইনচার্জ এসএম জাবিদ হাসান বলেন,থানার চৌকস সাব-ইন্সপেক্টর শফিকুল ইসলাম সঙ্গীয় ফোর্সসহ রোববার রাত সাড়ে ৯ টার দিকে ধোপাখালী এলাকায় মাদক বিরোধী অভিযান পরিচালনা কালে গোপন সংবাদের ভিত্তিতে ধোপাখালী
ব্রিজের ওপর থেকে আব্বাস আলীকে আটক করেন। পরে তার নিকট থেকে একটি প্যাকেটে ৫০০ গ্রাম গাঁজা উদ্ধার করা হয়। প্রাথমিক তদন্তে জানা যায়,আব্বাস আলী একজন নিয়মিত মাদক ব্যবসায়ী। সে অত্যন্ত কৌশলে মাদকের ব্যবসা করে আসছিল। রোববার রাতে তাকে নির্দিষ্ট তথ্যের ভিত্তিতে গ্রেফতার করা হয়। ঘটনার ব্যাপারে জীবননগর থানায় মাদক আইনে একটি মামলা হয়েছে।