জীবননগর অফিস:-
চুয়াডাঙ্গার জীবননগর পৌরসভার বিভিন্ন উন্নয়ন কর্মকান্ড পরিদর্শন করেন স্থানীয় সরকারের উপ-পরিচালক শারমিন আক্তার। বুধবার সকালে তিনি পরিদর্শনে আসলে পৌর মেয়র রফিকুল ইসলামসহ সকল কাউন্সিলর ও কর্মকর্তা-কর্মচারিবৃন্দ তাকে শুভেচ্ছা জানান।
পৌর মেয়র রফিকুল ইসলামের সার্বিক সহযোগীতায় উপ-পরিচালক শারমিন আক্তার পৌরসভার রাস্তাঘাট,ড্রেনেজ ব্যবস্থা, স্যানিটেশন ব্যবস্থা, জন্ম মৃত্যু নিবন্ধন, টিকাদান কার্যক্রম, বর্তমানে চলমান উন্নয়নমূলক কার্যক্রম, ডেঙ্গু প্রতিরোধের কার্যক্রম, পরিষ্কার পরিচ্ছন্নতা কার্যক্রমসহ পৌরসভার সকল বিষয়ে খোজখবর নেন এবং পরিশেষে মূল্যায়নপত্রে স্বাক্ষর করেন।