জীবননগর অফিস:-
চুয়াডাঙ্গার জীবননগর উপজেলার মনোহরপুর-ধোপাখালী সড়কের পুলিশ অভিযান চালিয়ে গয়েশপুরের জলিলকে(৪৫) ফেনসিডিলসহ গ্রেফতার করে। ঘটনার ব্যাপারে থানায় একটি নিয়মিত মামলা করা হয়েছে।
জীবননগর থানার চৌকস পুলিশ অফিসার সাব-ইন্সপেক্টর শফিকুল ইসলাম সঙ্গীয় ফোর্সসহ বুধবার বিকাল ৪ টার দিকে মনোহরপুর-ধোপাখালী সড়কে মাদক বিরোধী ও বিশেষ অভিযান পরিচালনা কালে গোপন সংবাদের ভিত্তিতে জানতে পারেন যে,একজন মাদক কারবারি ফেনসিডিলের চালান নিয়ে ধোপাখালী হয়ে মনোহরপুরের দিকে যাচ্ছে।
এ সময় পুলিশ উক্ত স্থানে বিশেষ কৌশলে অবস্থান নেয় এবং পুলিশ জলিল উদ্দিন নামের এক ব্যক্তিকে আটক করেন। তাকে জিজ্ঞাসাবাদের এক পর্যায়ে তার নিকট থেকে ১৯ বোতল ফেনসিডিল উদ্ধার করেন।
গ্রেফতারকৃত জলিল উদ্দিন উপজেলার সীমান্ত ইউনিয়নের গয়েশপুর গ্রামের মৃত ইসলামের ছেলে।
জীবননগর থানার অফিসার ইনচার্জ(তদন্ত) আবু সাইদ বলেন,জলিল উদ্দিন একজন পেশাদার মাদক ব্যবসায়ী। সে কৌশলে দীর্ঘদিন ধরে গোপনে মাদকের ব্যবসা করে আসছিল। আমরা নির্দিষ্ট তথ্যের ভিত্তিতে তাকে ভারত থেকে আমদানি নিষিদ্ধ ফেনসিডিলসহ গ্রেফতার করি। ঘটনার ব্যাপারে মাদক আইনে একটি নিয়মিত মামলা করা হয়েছে।