ঝিনাইদহ প্রতিনিধি:-
বিএনপি-জামায়াতের সকল ষড়যস্ত্রের প্রতিবাদে ঝিনাইদহের কালীগঞ্জে শান্তি সমাবেশ ও মত বিনিমিয় সভা অনুষ্ঠিত হয়েছে। শুক্রবার বেলা ১২টার দিকে উপজেলার জেলা পরিষদ মিলনায়তনে এই শান্তি সমাবেশের আয়োজন করে বাস্তুহারালীগ।
অনুষ্ঠানে আওয়ামীলীগ,যুবলীগ,ছাত্রলীগ ও বাস্তুহারালীগের সকল পর্যায়ের নেতা-কর্মীরা অংশ গ্রহন করে। প্রধান অতিথির বক্তব্যে এমপি মনোনয়ন প্রত্যাশী বাস্তÍÍÍহারালীগের কেন্দ্রীয় সভাপতি বীর মুক্তিযোদ্ধা আলহাজ্ব মোঃ তোফাজ্জেল হোসেন বলেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা জি-২০ সম্মেলনে ও জাতিসংঘে অংশ গ্রহন করে যুক্তরাষ্ট্রের প্রধানমন্ত্রী জো বাইডেনের সাথে আলোচনার গুরুত্ব তুলে ধরেন এবং প্রধানমন্ত্রীর সুস্বাস্থ্য ও দীর্ঘায়ু কামনা করেন তিনি।
সেই সাথে চলমান উন্নয়নের ধারাবাহিকতা বজায় রাখার জন্য সকলকে কাঁধে কাঁধ মিলিয়ে নৌকা মার্কার প্রার্থীকে জয়ী করার আহবান জানান। তিনি বলেন আগামী দ্বাদশ সংসদ নির্বাচনে ঝিনাইদহ-৪ আসনে কোনো সন্ত্রাসী, চাঁদাবাজ, দখলবাজ, ভূমিদস্যু ও জামায়াত-বিএনপিঘেঁষা কাউকে মনোনয়ন না দেওয়ার জোর দাবি জানান।