জীবননগর অফিস:-
চুয়াডাঙ্গার জীবননগর উপজেলার উথলীর সুচয়ন(২৫) নামের এক অসুস্থ যুবক চলন্ত ট্রেনের নিচে ঝাপ দিয়ে আত্মহত্যা করেছে। ঘটনাটি মঙ্গলবার দুপুর আড়াইটার সংঘটিত হয়েছে। খুলনা-চুয়াডাঙ্গা রেলপথের উথলী এলাকায় এ ঘটনা ঘটে। নিহত ব্যক্তি উপজেলার উথলী গ্রামের ঘোড়ামারা রেলগেট পাড়ার রেজাউল হক ডাবলু বিশ্বাসের ছেলে।
স্থানীয়রা জানান,নিহত সুচায়ন চাকরির সুবাদে দীর্ঘদিন ধরে চট্টগ্রাম এলাকায় থাকতেন। গত এক মাস ধরে শারীরিক অসুস্থতার কারণে নিজ বাড়িতে ছিলেন। উন্নত চিকিৎসার জন্য ভারতের যাবেন বলে সকল কার্যক্রম সম্পন্ন করেছেন। এমতাবস্থায় চিকিৎসা খরচ ও পারিবারিক কলহের জেরে মঙ্গলবার দুপুর ২.৩০মিনিটের দিকে পার্বত্যপুরগামী রকেট এক্সপ্রেস ট্রেন উথলী স্টেশন অতিক্রম করে ঘোড়ামারা রেলগেট এলাকা পার করার সময় সুচায়ন ট্রেনের নিচে ঝাঁপ দেন। এ সময় ঘটনাস্থলেই তার মৃত্যু হয়। পরে সংবাদ পেয়ে পরিবারের সদস্যরা এসে মরদেহ উদ্ধার করেন।
দর্শনা হল্ট স্টেশনের উপ-পরিদর্শক আতাউল রহমান জানান,দুপুরে খবর পেয়ে ঘটনাস্থল পুলিশ পাঠানো হয়েছে। নিহতের বাম হাত পা ও মাথায় মারাত্মক ভাবে আহত পেয়েছেন। এ বিষয়ে আইনগত ব্যবস্থা নেওয়া হবে।