জীবননগর উথলী ইউনিয়নে এক ঘণ্টা বই পড়া উৎসব

জীবননগর অফিস:-

‘আসুন বই পড়ি সমৃদ্ধ জাতি গড়ি’ এ শ্লোগানে সামনে রেখে  চুয়াডাঙ্গার জীবননগর উপজেলা কৃষি অফিসার  মনিরুজ্জামানের উদ্যোগে এক ঘণ্টা বই পাঠ করা হয়েছে।  বুধবার বিকাল সাড়ে ৪ টা থেকে সাড়ে ৫টা পর্যন্ত জীবননগর উপজেলা মাশরুম চাষি গ্রুপের আয়োজনে উথলী বাজারে  এ অনুষ্ঠান অনুষ্ঠিত হয়।

এক ঘণ্টা বই পড়া উৎসবে উপস্থিত পাঠকদের মধ্যে বই বিতরণ করেন উপজেলা কৃষি অফিসার  মনিরুজ্জামান। এক ঘন্টার বই উৎসবে উথলী ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান আব্দুল হান্নান,ইউপি সদস্য জাহাঙ্গীর আলম,কবি সাহিত্যিক ডা.জাহাঙ্গীর আলম,আওয়ামীলীগ নেতা আবু জাফর,আতিকুর রহমান,সালাউদ্দিন কাজল,মিজানুর রহমান মিল্টু,আমিন উদ্দিন,সাইফুল ইসলামসহ বিভিন্ন রাজনৈতিক, সাংস্কৃতিক ব্যক্তিত্ব,কৃষক, শিক্ষার্থীসহ বিভিন্ন শ্রেণী পেশার মানুষের উল্লেখ যোগ্য উপস্থিতি লক্ষ্য করা যায়।

এ সময় জীবননগর উপজেলা কৃষি অফিসার মনিরুজ্জামান বলেন, আমাদের মূল উদ্দেশ্য তরুণ প্রজন্মের মধ্যে  বই পড়ার অভ্যাস গড়ে তোলা। আমাদের বর্তমান প্রজন্ম মোবাইল ফোন আর কম্পিউটারে এতবেশী আসক্ত হয়ে পড়েছে যে,তারা আর বই হাতেই নিতে চায় না। আমরা চাই প্রত্যেক শ্রেণী-পেশার মানুষের মধ্যে বই পড়ার অভ্যাস গড়ে উঠুক। আমরা যত বেশী বই পড়ার অভ্যাস গড়ে তুলব,ততবেশী নিজেদেরকে জ্ঞান গরিমায় সমৃদ্ধ করতে পারব। যতবেশী আমরা জ্ঞান অর্জন করতে পারব,ততবেশী দেশ-জাতির উন্নয়নে অবদান রাখতে পারবে আমাদের ভবিষ্যত প্রজন্ম। তাই আসুন আমরা সবাই বই পড়ি,উন্নত জীবন গড়ি।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *