জীবননগর অফিস:-
চুয়াডাঙ্গার জীবননগর উপজেলার ঐহিত্যবাহী জীবননগর দৌলৎগঞ্জ থানা জামে মসজিদ ব্যবস্থাপনা কমিটির ৬ সদস্য বিশিষ্ট একটি উপদেষ্টা কমিটি গঠন করা হয়েছে।
উপদেষ্টা কমিটিতে প্রধান উপদেষ্টা নির্বাচিত হয়েছেন জীবননগর থানার অফিসার ইনচার্জ এসএম জাবিদ হাসান। বৃহস্পতিবার মসজিদ কমিটির কার্যনির্বাহী কমিটির এক সভায় এ সিদ্ধান্ত গৃহীত হয়।
উপদেষ্টা কমিটির অন্য সদস্য হলেন-নুরুল ইসলাম নুরু স্যার,মীর মিজানুর রহমান,অধ্যক্ষ মাও.আব্দুল খালেক,মু্ন্সী আব্দুস সবুর খোকন ও সাংবাদিক আতিয়ার রহমান।
উল্লেখ্য,জীবননগর দৌলৎগঞ্জ থানা জামে মসজিদ পরিচালনা কমিটির ১৩ সদস্য বিশিষ্ট কার্য নির্বাহী কমিটি গত সপ্তাহে গঠিত হয়। ত্রি-বার্ষিক এ কমিটিতে সভাপতি পদে শহিদুল্লাহ ও সাধারণ সম্পাদক পদে ফজলুর রহমান পুণ:নির্বাচিত হন।
এদিকে জীবননগর থানার অফিসার ইনচার্জ এসএম জাবিদ হাসানকে মসজিদ পরিচালনা কমিটির প্রধান উপদেষ্টা নির্বাচিত করায় তাকে বিভিন্ন রাজনৈতিক ও সামাজিক সংগঠনের নেতারা অভিনন্দন ও শুভেচ্ছা জানিয়েছেন।