জীবননগরে জন্ম ও মৃত্যু নিবন্ধন দিবস উদযাপন উপলক্ষে বর্ণাঢ্য শোভাযাত্রা ও আলোচনা সভা অনুষ্ঠিত

জীবননগর অফিস:

‘জন্ম ও মৃত্যু নিবন্ধন করি, নাগরিক অধিকার নিশ্চিত করি’ এ শ্লোগানকে সামনে রেখে জীবননগরে জাতীয় জন্ম ও মৃত্যু নিবন্ধন দিবস-২০২৩ উদযাপন উপলক্ষে বর্ণাঢ্য শোভাযাত্রা ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে।

শুক্রবার বেলা ১০টায় উপজেলা পরিষদের কার্যালয়  থেকে বর্ণাঢ্য শোভাযাত্রা বের হয়ে শহরের প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ ঘুরে একই স্থানে এসে শেষ হয়।

এরপর জীবননগর উপজেলা পরিষদের হলরুমে উপজেলা নিবাহী অফিসার হাসিনা মমতাজের সভাপতিত্বে অনুষ্ঠিত আলোচনা সভায় উপজেলা পরিষদের চেয়ারম্যান হাজী মোঃ হাফিজুর রহমান প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন।

সভায় জীবননগর উপজেলা পরিষদের ভাইস চেয়ারম্যান আঃ সালাম ঈশা,মহিলা ভাইস চেয়ারম্যান আয়েসা সুলতানা লাকী,উপজেলার সহকারী কমিশনার ভূমি তিথি মিত্র,মনোহরপুর ইউপি চেয়ারম্যান সোহরাব হোসেন খান বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন।

সভায় উপজেলা চেয়ারম্যান হাজী মোঃ হাফিজুর রহমান বলেন, জন্ম নিবন্ধন শিশুর অধিকার। জন্মের ৪৫ দিনের মধ্যে বিনামূল্যে জন্মনিবন্ধন বিতরণ করতে হবে । জন্ম নিবন্ধনে মানুষকে উদ্ধুদ্ধ করতে হবে।

যারা নিবন্ধন করে তাদের সহায়তা করতে হবে। জন্মনিবন্ধন ব্যক্তি লাভের বিষয় নয়। দেশের বাজেট তৈরীতে পরিকল্পনা গ্রহনে বাধাগ্রস্থ হয়। মৃত্যু নিবন্ধন করাও জরুরি। মৃত্যু সনদ তৈরীতে সতর্ককতার সাথে দায়িত্ব পালন করতে হবে।

 

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *