জীবননগর কয়ায় নেশা করতে নিষেধ করায় কৃষকে কুপিয়ে জখম করল মাদকাসক্ত

জীবননগর অফিস:-

চুয়াডাঙ্গার জীবননগর উপজেলার কয়া গ্রামে নেশা না করার পরামর্শ দেয়ায় ক্ষিপ্ত হয়ে  মাদকসেবী আবু সামা(২৪) প্রতিবেশী প্রান্তিক কৃষক নওশের আলী পন্ডিতকে(৫৫) কুপিয়ে মারাত্মক ভাবে জখম করেছে। ঘটনাটি শনিবার রাত সাড়ে ৮ টার দিকে কয়া গ্রামে সংঘটিত হয়েছে। পুলিশ মাদকাসক্ত আবু সামাকে গ্রেফতার করে চুয়াডাঙ্গা আদালতে সোপর্দ করেছেন।

ঘটনার ব্যাপারে থানায় একটি মামলা হয়েছে।আহত নওশের আলী কয়া গ্রামেরে মুনসুর আলী পন্ডিত ছেলে এবং মাদকাসক্ত আবু সামা একই গ্রামের চা দোকানি আলমগীর হোসেনের ছেলে।

স্থানীয়রা জানান,উপজেলার সীমান্ত ইউনিয়নের কয়া গ্রামের মুনসুর পন্ডিতের ছেলে নওশের আলী পন্ডিত শনিবার রাত সাড়ে ৮ টার দিকে গ্রামের জনৈক আলমগীর হোসেনের চায়ের দোকানে চা পান করতে যায়। সেখানে চা দোকানির ছেলে আবু সামা নেশায় আসক্ত হওয়ার ব্যাপারে নওশের আলী তাকে নেশা ছেড়ে দেয়ার জন্য পরামর্শ দেন। এতে আবু সামা তার ওপর ক্ষিপ্ত হয়ে ওঠে এবং অকথ্য ভাষায় গালিগালাজ করতে থাকে। এক পর্যায়ে আবু তাকে দোকান থেকে বের হয়ে যেতে বলে। কিছুক্ষণ আবু সামা পিছন থেকে আকস্মিক ভাবে শাবল দিয়ে মাথায় ও পিঠে কোপ দিয়ে মারাত্মক রক্তাক্ত জখম করে। এ সময় প্রত্যক্ষদর্শীরা আহত নওশের আলীকে উদ্ধার করে জীবননগর হাসপাতালে চিকিৎসার জন্য ভর্তি করেন। কর্তব্যরত তাকে প্রাথমিক চিকিৎসা শেষে যশোর সদর হাসপাতালে প্রেরণ করেন।

 

জীবননগর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স’র জরুরি বিভাগে কর্মরত চিকিৎসক ডা.ছন্দা বলেন,আহত ব্যক্তিকে মাথা ও পিঠে মারাত্মক ভাবে আঘাত করা হয়েছে। তার পিঠে রক্ত বন্ধ না হওয়ায়,অবস্থা আশংকাজনক মনে করে তাকে উন্নত চিকিৎসার জন্য যশোর সদর হাসপাতালে পাঠানো হয়েছে।

স্থানীয় ইউপি সদস্য নজরুল ইসলাম ঘটনার সত্যতা নিশ্চিত করে বলেন,ঘটনার সময় আমি গ্রামে ছিলাম না। তবে লোকমুখে শুনে আমি হাসপাতালে গিয়ে আহত নওশের আলীকে প্রাথমিক চিকিৎসা শেষে তাকে ভাল চিকিৎসার জন্য যশোর হাসপাতালে ভর্তি করা হয়েছে।

জীবননগর থানার অফিসার ইনজার্জ  এসএম জাবিদ হাসান বিষয়টি নিশ্চিত করে বলেন, আবু সামাকে গ্রেফতার করা হয়েছে। সে মাদকাসক্ত এবং পূর্ব শত্রুতার জেরে এমন কাজ করেছে বলে জানা গেছে। নেশা ছাড়তে বলার কারণে নওশের আলীকে আহত করেছে।  তিনি আরও বলেন, আহত ব্যক্তির অবস্থা আশংকাজনক হওয়ায় স্থানীয় হাসপাতালে চিকিৎসক তাকে উন্নত চিকিৎসার জন্য যশোর সদর হাসপাতালে পাঠিয়েছে।  এবিষয়ে আইনগত ব্যবস্থাগ্রহণ করা হচ্ছে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *