জীবননগর অফিস:-
চুয়াডাঙ্গার জীবননগর উপজেলা প্রশাসনের আয়োজনে আসন্ন শারদীয় দুর্গাপূজা উদযাপন উপলক্ষে রোববার সকালে এক প্রস্তুতিমুলক সভা অনুষ্ঠিত হয়। অনুষ্ঠানে আইন শৃঙ্খলা বাহিনীর সদস্যরা ও পূঁজা উদযাপন কমিটির নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।
সভায় সভাপতিত্ব করেন জীবননগর উপজেলা নির্বাহী অফিসার হাসিনা মমতাজ। অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্য রাখেন,জীবননগর উপজেলা পরিষদের চেয়ারম্যান হাজী হাফিজুর রহমান হাফিজ।
বিশেষ অতিথির বক্তব্য রাখেন,জীবননগর উপজেলা পরিষদের ভাইস চেয়ারম্যান আব্দুস সালাম ঈশা,মহিলা ভাইস চেয়ারম্যান আয়েশা সুলতানা লাকী,জীবননগর থানার অফিসার ইনচার্জ(তদন্ত) আবু সাইদ,উপজেলা কৃষি অফিসার মনিরুজ্জামান।
এ ছাড়াও বক্তব্য রাখেন,জীবননগর পূঁজা উদযাপন পরিষদ সম্মেলন প্রস্তুতি কমিটির আহবায়ক নারায়ন ভৌমিক,সদস্য সচিব যাদব কুমার প্রমানিক,জীবননগর হিন্দু-বৌদ্ধ-খ্রিস্টান ঐক্য পরিষদের সভাপতি রমেন বিশ্বাস ও সাধারন সম্পাদক সাগর বিশ্বাস।
এছাড়াও উপজেলার ২৭টি পূজা মন্ডবের সভাপতি ও সাধারণ সম্পাদকবৃন্দ উপস্থিত ছিলেন। এ বছর উপজেলায় ২৭টি পূজা মন্ডবে শারদীয় দুর্গা পূজা অনুষ্ঠিত হবে। শান্তিপূর্ন পরিবেশে পূজা উদযাপনে উপজেলা প্রশাসনের পক্ষ থেকে নিরাপত্তাসহ সব ধরনের পদক্ষেপ গ্রহণ করা হয়েছে।
প্রধান অতিথি হাফিজুর রহমান বলেন,ধর্ম যার যার,উৎসব সবার। বাংলাদেশ আওয়ামীলীগ সরকার হিন্দু সম্প্রদায়ের বড় ধর্মীয় উৎসব শারদীয় দূর্গা পূঁজাসহ সকল ধর্মীয় অনুষ্ঠানে সব ধরনের সহযোগীতা দিয়ে আসছেন। প্রতি বছরের ন্যায় এবারও সব ধরণের সহযোগীতা দেয়া হবে।